এমবাপের হ্যাটট্রিকে বড় জয়, শেষ ষোলোয় পিএসজি
নতুন বছরের প্রথম ম্যাচে লিওনেল মেসি ও নেইমারসহ গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়ই অনুপস্থিত। তারপরও ভানেসের বিপক্ষে ৪-০ গোলে জিতল পিএসজি। তবে এই বড় ব্যবধানে জয়ে অবদান রাখেন কিলিয়ান এমবাপে। কারণ ৪ গোলের মধ্যে ৩টি গোলের মালিকই তিনি। সেই সঙ্গে এই জয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠে গেল দলটি।
সোমবার (৩ জানুয়ারি) রাতে চতুর্থ স্তরের দল ভানেসের বিপক্ষে নামে পিএসজি। প্রথমার্ধের ২৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন কিম্পেম্বে। এরপর আর কোনো গোল না হলেও ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায় মাউরিসিও পচেত্তিনোর দল।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে দলের হয়ে নিজের প্রথম গোল করেন এমবাপে। এতে দলীয় স্কোরলাইন দাঁড়ায় ২-০। ৭১তম মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের বুলেট গতির শটে আরো ব্যবধান বেড়ে দাঁড়ায়। তখন ৩-০।
৭৬তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। বদলি খেলোয়াড় এরিক এবিম্বের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠান তিনি।
যোগ করা সময়ে প্রতিপক্ষের সান্ত্বনাসূচক গোল রুখে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। ফলে ম্যাচের শেষ বাশি বাজা পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর দল।
এসআইএইচ