আবারও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সময়টা এতই বাজে যাচ্ছে যে, আবর আমিরাতের মতো দলও কাঁপিয়ে দেয়। জয় পেতে ঘাম ঝরাতে হয়। প্রথম ম্যাচে আরব আমিরাত তো জেতার মতো পর্যায়েও চলে গিয়েছিল। শেষ ওভারে ১০ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল ২ উইকেট। কিন্তু পরে তারা আর ইতিহাস গড়তে পারেনি শরিফুল পরপর ২ বলে ২ উইকেট তুলে নিলে।
আরব আমিরাতের এরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কারণেই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে নিয়ে নির্ভার থাকা যাচ্ছে না। আরব আমিরাত অঘটন ঘটিয়েও দিতে পারে। তাই আজকের ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ জয়ের, তেমনি আরব আমিরাতের জন্য সমতার। এমন সমীকরণকে সামনে রেখে টস করতে নেমে আবারও হেরেছেন বাংলাদেশের সেনাপতি নুরুল হাসান সোহান। নিতে পারেননি নিজে সিদ্ধান্ত। আবারও আগে ব্যাট করতে হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৭ রানে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৬টি পরিবর্তন নিয়ে নেমেছিল। এই ম্যাচে সেরা একাদশে এনেছে ২টি পরিবর্তন। মোস্তাফিজ ও শরিফুলকে বাইরে রেখে জায়গা দেওয়া হয়েছে তাসকিন ও এবাদতকে।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও এবাদত হোসেন।
এমপি/এসজি