চ্যাম্পিয়ন নিগারদের লক্ষ্য এশিয়া কাপের শিরোপা ধরে রাখা
বাংলার ক্রীড়াঙ্গণে এখন নারীদের জয় জয়কার। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা হওয়ার পর পুরো দেশ উন্মাতাল হয়ে গিয়েছিল। মেয়েদের নিয়ে হৈ-হুল্লুড় আর চলছে সংবর্ধনার পর সংবর্ধনা। সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে মেয়েরা। এক সপ্তাহ পর বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় ক্রিকেটাররা। কিন্তু তাদের এমন সাফল্যে খুব একটা নাড়া দেয়নি সর্বত্র। এই সাড়া না দেওয়ার কারণও আছে। কারণ মেয়েরা এবারই প্রথম চ্যাম্পিয়ন হয়নি। এর আগে তারা দুইবার চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলেছিল। বিষয়টি অনেকটা সহজলভ্য হয়ে উঠেছে। তাই তাদের অর্জনেও নির্বিকার সবাই। সেই ক্রিকেটাররা হ্যাটট্রিক শিরোপা জিতে আজ দেশে এসে পৌঁছেছেন।
চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আসলেও তাদের কিন্তু স্বস্তি নেই। কারণ সামনেই বড় পরীক্ষা। ঘরের মাঠে টি-টোয়েন্টি এশিয়া কাপ। শুরু হবে আগামী ১ অক্টোবর সিলেটে। এই আসরে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৮ সালে মালয়েশিয়াতে তারা ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো জিতেছিল শিরোপা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশন। নিগাররা দেশে ফিরে আসার আগেই বাছাইপর্বের দল রেখেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হয়েছে।
বাছাইপর্বের সাফল্য এশিয়া কাপের শিরোপা ধরে রাখার পথে দলের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে বলে মনে করছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, ‘যেহেতু ঘরের মাঠে খেলা তাই নিজেদেরকেই এগিয়ে রাখা উচিত। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু আর কিছু হতে পারে না। আমার মনে হয় যে, সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি। যেটা পুরো দলকে উজ্জীবিত করছে।’
শিরোপা ধরে রাখার ব্যাপারে অধিনায়ক ১১০ ভাগ আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের দলে অনেকেই আছে যারা এশিয়া কাপ খেলেছে। সুতরাং সবাই অভিজ্ঞ। ১১০ পারসেন্ট অবশ্যই (শিরোপা ধরে রাখার ব্যাপারে)। কারণ নিজের মাটিতে খেলা আবার দলও ভালো অবস্থানে আছে। তাই অবশ্যই চাইব ঘরের মাঠে যাতে শিরোপা থাকে।’
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে নিগার সুলতানা বলেন, ‘আমি বলব, এটি আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনো প্রিপারেশন আর হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। কারণ কমবেশি দল কিন্তু আমরা একই পাচ্ছি। আমরা একসঙ্গে খেলছি।’
এমপি/এসজি