ইনজুরিতে ছিটকে গেলেন জয়
বাংলার আকাশে আগাম বিজয়ের সুবাস। নিউ জিল্যান্ডের কঠিন কন্ডিশন জয় করে এখন টেস্ট জয়ের কাছাকাছি টাইগাররা। প্রয়োজন স্বাগতিকদের ৫ উইকেট দ্রুত নিয়ে টার্গেট হাতের নাগালে রাখা। তারপর ব্যাট করতে নেমে টার্গেট অতিক্রম করে বিজয় নিশান উড়ানো। আগামীকাল পঞ্চম দিন হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। কিন্তু এরই মাঝে দুর্যোগের ঘনঘটা। ফিল্ডিং করতে গিয়ে আহত হয়ে হাতে তিনটি সেলাই দিতে হয়েছে প্রথম ইনিংসে ধৈর্য্যশীল ব্যাটিং করা সবার প্রশংসা কুড়ানো মাহমুদুল হাসান জয়কে। যা তার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার পথে অন্তরায়। বাংলাদেশের জন্য অন্তিম লগ্নে এটি এক বড় ধাক্কা। জয়কে হারিয়ে আগামীকাল নিউ জিল্যান্ডকে হারাতে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জর সম্মুখীন করবে। কারণ নিউ জিল্যান্ড যে টার্গেটই দেবে, বাংলাদেশকে তা অতিক্রম করতে হবে ১০ জনের দল নিয়ে। জয়ের পরিবর্তে বাংলাদেশ কনকাশন সাবও পবে না। কারণ কনকাশন সাব সব ইনজুরির জন্য দেওয়া হয় না। কেবল মাথায় ইনজুরি পেলেই এই সুবিধা নেওয়া যায়। জয়কে হারানোর এই ধাক্কা শুধু এখানেই থেমে থাকবে না। সিরিজই শেষ হয়ে গেছে তার। খেলতে পারবেন না ৮ ডিসেম্বর ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টও।
মাহমুদুল হাসানের জয় অঘটনের শিকার হন আজ চতুর্থ দিন খেলা শুরুর আগেই। ফিল্ডিং করতে গিয়ে তিনি ডান হাতের আঙ্গুলে ব্যথা পান। পরে আর তিনি মাঠেই নামতে পারেননি। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তার ডান হাতের তৃতীয় ও চতুর্থ আঙ্গুলের মাঝেখানে তিনটি সেলাই দিতে হয়েছে। থাকতে হবে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে।
মাহমুদুল হাসান জয়ের ইনুজরি নিয়ে দলের সঙ্গে থাকা ফিজিও বায়জিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘মাহমুদুল হাসান আজ ফিল্ডিং অনুশীলনের সময় ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। এখানে যে চিকিৎসক ছিলেন, ইতিমধ্যে তিনি সেলাই করে দিয়েছেন। তার তিনটি সেলাই পড়েছে। এখন দেখা যাচ্ছে তাকে ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে। তার যা যা চিকিৎসা দরকার, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে।’
প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়, ২২৮ বলে ৭৮ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে সবার বাহবা কুড়িয়েছিলেন ২১ বছর বয়সী এই তরুণ।
এমপি/টিটি