বাংলাদেশের সেরা একাদশে ৬ পরিবর্তন

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশের সেরা একাদশে চারটি পরিবর্তন ছিল অবধারিত। অধিনায়ক সাকিবের ছুটি নেওয়া, মুশফিকুর রহিমের অবসর, মাহাদী হাসান পবিত্র ওমরহা করার কারণে আর মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া। সেখানে পরিবর্তরন হয়েছে ৬টি। বাকি দুইজন হলেন পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন এই পরিবর্তন ছিল এশিয়া কাপে খেলা সর্বশেষ ম্যাচে।
একাদশে আবার ফিরেছেন ইনজুরি কাটিয়ে নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, ইয়াসির আলী। এশিয়া কাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আবার সেরা ফিরেছেন সেরা একাদশে।
মোাহম্মদ সাইফউদ্দিন ইনজুরি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরলেও প্রথম ম্যাচ খেলে আবার বাদ পড়েছিলেন। এবার তিনি আবার সেরা একাদশে সুযোগহ পেয়েছেন। সেরা একাদশে সুযোগ পাওয়া অপর ক্রিকেটারে হলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি এশিয়া কাপের দলেই ছিলেন না।
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়ন্টি ম্যাচে খেলা ৫ ক্রিকেটার সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন আছেন এই ম্যাচেও।
বাংলাদেশ সেরা একাদশ: নুরুর হাসান সোহান (অধিনায়ক), লিটন কুমার দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।
এমপি/এমএমএ/
