বিপিএলের মালিকানা পায়নি সাকিবের মোনার্ক মার্ট!
বিশাল এক ধাক্কা খেল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যবসায় প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেড। বিপিএলে ফ্রাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করে তারা বিসিবিতে ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিয়েছিল। কিন্তু তাদের সে আগ্রহে পানি ঢেলে দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
তাদেরকে কোনো দলের ফ্রাঞ্চাইজি করা হয়নি। এর আগে মোনার্ক মার্ট প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি আসরের মালিকানা কিনে চমক দেখিয়েছিল।
রবিবার বিপিএল গর্ভনিং কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করে। মোট ৯টি প্রতিষ্ঠান থেকে তারা বাছাই করে নেয় ৭টি প্রতিষ্ঠানকে। মোনার্ক মার্ট না না পাওয়ার কোনো কারণ জানানো হয়নি। শেয়ার বাজার কেলেঙ্কারিতে মোনার্ক মার্টের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর জরিমানা করা হয়। এ কারণেই বিতর্কিত কোনো প্রতিষ্ঠানকে ফ্রাঞ্চাইজি করা হয়নি।
যে ৭টি প্রতিষ্ঠানকে ফ্যাঞ্চাইজি করা হয়েছে সেগুলো হলো ফরচুন গ্রুপ বরিশালের, মাইন্ড ট্রি লিমিটেড খুলনার, প্রগতি অটো রাইস মিল লিমিটেড ঢাকার, বরিশালের মালিকানা ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, খুলনার মালিকানা মাইন্ডট্রি লিমিটেড, ঢাকার মালিকানা প্রগতি অটো রাইস মিল লিমিটেড, ফিউচার স্পোর্টস লিমিটেড সিলেটের, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড রংপুরের, ডেল্টা স্পোর্টস লিমিটেড চট্টগ্রামের এবং ও কুমিল্লা লিজেন্ডস ( কুমিল্লা ভিক্টোরিয়ান্স) লিমিটেড কুমিল্লার। এরা সবাই আগামী তিন বছর ফ্রাঞ্চাইজি হিসেবে থাকবে। কুমিল্লা লিজেন্ডস প্রথমে আগ্রহ না দেখায়নি।
বিপিএলের নিয়মিত মুখ বেক্সিমকো গ্রুপ ও জেমকন গ্রুপ এবার আগ্রহ দেখায়নি। বেক্সিমকো ঢাকার ও জেমকন খুলনার ফ্রাঞ্চাইজি হিসেবে পরিচিত ছিল।
বিপিএলের নবম আসর শুরু হবে ২০২৩ সালের ৫ জানুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।
এমপি/এমএমএ/