বিশ্বকাপের সময় ঘরোয়া লিগ চালানোর পরিকল্পনা সালাউদ্দিনের
আবদুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গত মাসের শেষের দিকে। পরে গত ১৫ সেপ্টেম্বর সালাম মুর্শেদীর জায়গায় দায়িত্ব নেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
দায়িত্ব নেওয়ার পর শনিবার (২৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা।
সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বলেন, আজকের মিটিং ক্যালেন্ডার ও বাইলজ নিয়ে হয়েছে। আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো আপনাদের আগেই ক্যালেন্ডার দিয়ে দিব। ক্যালেন্ডার ভিত্তিতেই সব লিগ অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী নভেম্বর মাসে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। সাধারণত বিশ্বকাপ চলাচলে দেশে ঘরোয়া ফুটবলের কোনো কার্যক্রম থাকে না। তবে এবার যেন ব্যতিক্রম। বিশ্বকাপ চলাকালীন ঘরোয়া লিগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা সালাউদ্দিনের।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত খেলা বন্ধ রাখব। বাকি সময় খেলা থাকবে। কারণ খেলা এত দিন স্থগিত রাখা সম্ভব নয়। খেলোয়াড়রা যেন খেলা দেখতে পারে সেদিকেও নজর রাখতে হবে। এসব বিবেচনায় রেখেই সূচি করা হবে।
এসজি