কৃষ্ণা-শামসুন্নাহার-সানজিদা পেলেন হারানো অর্থের দ্বিগুণ
সাফজয়ী দলের গর্বিত সদস্য কৃষ্ণা, শামসুন্নাহার সিনিয়র, সানজিদার লাগেজের তালা বেঙ্গে খোয়া যাওয়া টাকার সন্ধান এখনো পাওয়া যায়নি। চলছে তদন্ত। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন আর বসে থাকেনি। নিজেই উদ্যোগ নিয়ে তিন খেলোয়াড়কে কয়েকগুণ বেশি টাকা পরিশোধ করেছেন।
২১ সেপ্টেম্বর বাংলাদেশ নারী চ্যাম্পিয়ন দল দেশে ফিরে আসার পর বিমানবন্দরে বর্নিল সংর্বধনা দেয়া হয়। হযরত শাহজালালে আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত প্রায় গোটা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ জনতা তাদের অভিবাদন জানিয়েছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাতে ধরা পড়ে ফুটবলারেদর লাগেজের তালা ভেঙ্গে টাকা ও ডলার খোয়া যাওয়ার বিষয়টি।
কৃষ্ণা রানী সরকারের ব্যাগে ছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। তাকে দেওয়া হয়েছে দেড়লাখ টাকা। সামসুন্নাহার সিনিয়র হারিয়েছিলেন ৪০০ ডলার। তাকে দেয়া হয়েছে এক লাখ টাকা। সানজিদার টাকা ছিল কৃষ্ণা রানীর লাগেজে। তিনি একটি আইফোন কিনতে চেয়েছিলেন। তাকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স কিনে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহিলা উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার, ‘ওরা ছোট মানুষ। মন খারাপ হয়েছিল। তাই তিনজনকে হারানোর টাকার চেয়ে আমরা দেড় লাখ টাকা বেশি দিয়েছি। তিন জনই ৫০ হাজার টাকা করে বেশি পেয়েছে।
এমপি/এমএমএ/