থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশের মেয়েরা

সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ডও। তারা অপর সেমিতে ৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই দুই দল ফাইনাল খেলবে আগামী ২৫ সেপ্টেম্বর।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিতে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে থাইল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করতে পারেনি। ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান করে তারা। ২৪ বলে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন রুমানা আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। তিনি ২৬ রান করেন ৩৫ বল খেলে। এ ছাড়া রিতু মনি ১০ বলে অপরাজিত ১৭, অধিনায়ক নিগার সুলতানা ২৪ বলে ১৭ ও ওপেনার ফরজানা হক ১৭ বলে ১১ রান করেন।
জবাব দিতে নেমে সালমা খাতুনের মারাত্মক বোলিংয়ে থাইল্যান্ড ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল। এই চাপ তারা পরে আর কাটিয়ে উঠতে পারেনি। উইকেট পড়া বন্ধ হলেও রান সংগ্রহের গতি কমে আসে। ম্যাচ সেরা নাথাখান চানতাম ৫১ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৬৪ রান করে থাইল্যান্ডকে লড়াইয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে। সালমা খাতুন ১৮ রানে নেন ৩ উইকেট। সানজিদা আক্তার মেঘলা ৭ রানে নেন ২ উইকেট। নাহিদা আক্তার ১ উইকেট নিতে খরচ করেন ২৫ রান।
এমপি/এসজি
