জিতলেই নিগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট
অপ্রত্যাশিত কিছু প্রাপ্তির আনন্দই আলাদা। যেমন সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। শিরোপা জেতার ৪ দিন হয়ে গেছে। এখনো রয়ে গেছে তার রেশ। চলবে আরও কিছুদিন। কারণ সাফ জয়ী কন্যারা নিজ নিজ এলাকায় যাওয়ার পর সেখানে লাগবে নতুন করে উৎসবের ঢেউ। এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ দল যে শিরোপা জিতবে এটা কেউই প্রত্যাশা করেননি। ঠিক তেমনি আজ ২০২৩ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যদি টিকিট পেয়ে যায়, সেখানে কিন্তু অতিশয় আনন্দের কিছু থাকবে না। কারণ এটা প্রত্যাাশিত। বরং বাংলাদেশ দলকে যে বাছাইপর্ব খেলে এই যোগ্যতা অর্জন করতে হচ্ছে সেটাই অপ্রত্যাশিত। আজ আবুধাবিতে সেমি ফাইনালে থাইল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশের টিকিটি নিশ্চিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। তার আগে প্রথম সেমিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এই ম্যাচেও যে দল জিতবে তাদেরই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।
২০২৩ সালের মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। যে দুই দল ফাইনাল খেলবে, তারাই পাবে তার ভিসা। ২০১৯ সালেও বাংলাদেশ টিকিট পেয়েছিল বিশ্বকাপের। ফাইনালে সঙ্গী ছিল আজকের সেমিতে মুখোমুখি হতে যাওয়া এই থাইল্যান্ডই। ফাইনালে বাংলাদেশ জিতেছিল ৭০ রানে। আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৩০ রান। জবাবে থাইল্যান্ড ২০ ওভার খেলেও ৭ উইকেটে করেছিল। মাত্র ৬০ রান। ৬০ বলে ৭১ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন সানজিদা ইসলাম।
এবার বাংলাদেশ ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উঠে এসেছে। থাইল্যান্ড সেমিতে এসেছে ‘বি’ রানার্সআপ হয়ে। গ্রুপ পর্বে বাংলাদে একে একে হারিয়েছিল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে হার মেনেছিল জিম্বাবুয়ের কাছে।
বাংলাদেশ আয়ারল্যান্ডকে ১৪ রানে, স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছিল। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা ৩ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ২টি ফিফটি। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রান করার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৬ রান করে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে অপর ম্যাচে করেন ৩৪ রান। ৩ ম্যাচে ১৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন পর্যন্ত তিনিই। মুর্শিদা খাতুন ৩ ম্যাচ খেলে করেছেন ১০৮ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ৭৭ রান। বল হাতেও আলো ছড়াচ্ছেন সালমা-নাহিদারা। দুইজনেই উইকেট নিয়েছেন ৫টি করে। সোহেলি নিয়েছেন ৪ উইকেট।
এসএন