নারীদের খেলার জন্য উপযুক্ত পরিবেশ চান ফুটবলার সাবিনা
দীর্ঘ অপেক্ষা আর প্রতিক্ষার প্রহর শেষে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলার বাঘিনিরা। যাঁর কাঁধে ভর দিয়ে বাংলার বাঘিনারা বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নটা পূরণ করেছে সেই সাবিনা খাতুনের নিজ জেলা সাতক্ষীরাতেও উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকার মতো করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে ছাদ খোলা গাড়িতে বরণ করা হতে পারে সাতক্ষীরার সাবিনা-মাসুরাদের।
সাফ চাম্পিয়নশীপের ট্রফি নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরলে ঢাকাপ্রকাশের সাথে কথা হয় সাবিনা খাতুনের। এ সময় ঢাকাপ্রকাশ-কে সাবিনা জানান, দীর্ঘ পরিশ্রমের ফসল সাফের শিরোপা জেতা। দলের প্রত্যেক প্লেয়ার অনেককিছু ত্যাগ করে দেশের জয়ে ভূমিকা রেখেছেন। তাঁর মতে, সাবিনা একদিনে তৈরী হয়নি। একজন সাবিনা হতে বহুবছর পরিশ্রম করতে হয়েছে তাঁর।
তিনি বলেন, যখন আমি ফুটবল খেলি তখন অনেক কিছুর সাথে নিজেকে লড়াই করতে হতো। তারউপর যাতায়াত ব্যবস্থা খারাপ, নারীবান্ধব খেলাধূলার উপযুক্ত পরিবেশ না থাকাসহ সাতক্ষীরার পৌর এলাকার জলাবদ্ধতার সমস্যাতো ছিলই।
এসময় নিজ এলাকার মেয়েদের খেলার উপযুক্ত পরিবেশ তৈরী, পৌর এলাকার জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সমস্যা দূরীকরণসহ উন্নত যোগাযোগ ব্যবস্থা চান জানিয়ে সাবিনা বলেন, আমি মনে করি উপরোক্ত সমস্যাগুলো সমাধান হলে অনেক প্রতিভাবান খেলোয়ার সাতক্ষীরা থেকে বের করে নিয়ে আসা সম্ভব। এতে একদিকে যেমন দেশ উপকার হবে, ঠিক তেমন-ই দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা অনবদ্য ভূমিকা রাখবে।
এএজেড