জামাল ভূঁইয়াদের কম্বোডিয়া জয়
সময় ভালো গেলে যা হয়। দুই দিন আগে সাবিনারা দেশবাসীকে উপহার দিয়েছেন প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সেই সাফল্যোর জোয়ারে ভাসছে গোটা দেশ। রেশ এখনো চলছে। মেয়েদের সাফল্যর সেই জোয়ার বয়ে গেছে জামাল ভূঁইয়াদের উপর দিয়েও। হারিয়ে দিয়েছে কম্বোডিয়াকে তাদের মাটিতে ১-০ গোলে। খেলার একমাত্র ব্যবধান সূচক গোলটি করেন রাকিব হোসেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলার একমাত্র গোলটি হয় ২৪ মিনিটে। ডান প্রান্ত দিয়ে মতিন মিয়ার ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে রাকিব হোসেন নিশানাভেদ করেন। ৭৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারত। কিন্তু মতিন মিয়ার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।
বাংলাদেশের এই জয় ছিল ১০ মাস পর আর নতুন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। বাংলাদেশ সর্বশেষ ম্যাচ জিতেছিল গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার রাজা পাকসে আসরে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলে।
বাংলাদেশ আরেকটি প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে তাদের মাঠে আগামী ২৭ সেপ্টেম্বর।
এমপি/এসজি