সাকিবকে চান সোহান কিন্তু সাকিবই নেই
প্রতিপক্ষ যতই দুর্বল হোক, দেশের বাইরে সিরিজ খেলতে গেলে সেখানে কোনো কিছুর ঘাটতি কম থাকেনি। অনুশীলন থেকে শুরু করে সংবাদ সম্মেলন, সবই হতো সমান গুরুত্ব দিয়ে। কিন্তু এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যেভাবে বাংলাদেশ দল দেশ ছেড়েছে, অতীতে এভাবে কখনো ঘটেনি।
দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নেই শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নিয়ে আসা বিশেষজ্ঞ টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। হয়নি কোনো অনুশীলন। রাখা হয়েছিল ঐচ্ছিক অনুশীলন। তাতে সুযোগ পাওয়া খেলোয়াড়দের যার ইচ্ছে হয়েছে অনুশীলন করেছেন, যার ইচ্ছে হয়নি করেননি। এমনকি হয়নি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিমানবন্দরে অবশ্য অনানুষ্ঠানিক কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। সব মিলিয়ে বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছে কেমন জানি ছন্নছাড়া। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে বাংলাদেশ দল বিকাল সাড়ে ৫টার দিকে রওনা হয়েছে। দলের সঙ্গে যাননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও বিশ্বকাপের স্কোয়াডের স্ট্যান্ডবাই দলে থাকা শেখ মাহাদী হাসান।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ম্যাচ দুটি হঠাৎ আয়োজন। মূলত নিউ জিল্যান্ডে পাকিস্তানের অংশগ্রহণে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিরিজ আয়োজন।
সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচ নিয়ে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউ জিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দিবে।’
এই সিরিজে সোহান সাকিবকে খুব বেশি মিস করবেন বলে জানান। তার মতো ক্রিকেটারকে তিনি সব সময় দলে চান। কিন্তু সেই সাকিবই দলের সঙ্গে নেই। সাকিব এখন উইন্ডিজে খেলছেন সিপিএলে। সোহান বলেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবাই সব সময় দলে চায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য আরেকজনের জন্য বাড়তি সুযোগ যে তার জায়গায় খেলবে, ওই ইমপ্যাক্টটা করতে হবে।’
সাকিবকে নেতৃত্ব দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দশা কাটানোর জন্য। কিন্তু সেই সাকিবই নেই দলের অনুশীলনে। এশিয়া কাপ খেলেই তিনি চলে যান ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এরপর উইন্ডিজে সিপিএল খেলতে। তিনি দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি নিউ জিল্যন্ডে গিয়ে। এদিকে নুরুল হাসান সোহান আবার এশিয়া কাপ খেলতে পারেননি ইনজুরির কারণে। যে কারণে সাকিবকেও তার পাওয়া হয়নি। এমনকি দীর্ঘ এই বিরতিতে সাকিবের সঙ্গে তার দল নিয়ে তেমন কোনো আলোচনাও হয়নি বলে জানান।
তিনি বলেন, ‘সেভাবে কথা হয়নি। তিনিও সিপিএল নিয়ে ব্যস্ত। হয়তো নিউ জিল্যান্ডে যাওয়ার পর কথা হবে। অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের দৌড়ে থাকা। আমরা যদি দুইটা ম্যাচই জিততে পারি সেই আত্মবিশ্বাস নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দিবে।’
এমপি/এসজি