আম্পায়ার মুকুল ও সোহেলকে বেঙ্গল টাইগার্সের সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশর দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল।
এই দুই জনের মাঝে মাসুদুর রহমান মুকুল ভারত-পাকিস্তানের দুইটি ম্যাচই অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে বিশেষভাবে প্রশংসিত হন। এরপর তিনি ফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচটিও পরিচালনা করেন। এখানেও তার আম্পায়ারিং প্রশংসিত হয়।
এশিয়া কাপের মতো আসরে প্রশংসিত আম্পায়ারিং করায় বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স এই দুই সদস্যকে সোমবার সংবর্ধনা দিয়েছে। একইসঙ্গে কেক কেটে বাংলাদেশের অভিষেক টেস্ট অধিনায়ক, বিসিবি পরিচালক এবং বেঙ্গল টাইগার্সের সদস্য নাইমুর রহমান দুর্জয় এমপির ৪৮তম জন্মবার্ষিকীও পালন করে ফ্যান ক্লাব।
সোমবার ধানমন্ডি ক্রিকেট একাডেমীর নাদির শাহ স্ট্যান্ডে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেলের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের অভিষেক টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, বেঙ্গল টাইগার্সের গোলাম ফারুক ফটিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ রুবেল, মশিউর রহমান টুটুল, আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী ও অনিমেষ দাস।
এমপি/এমএমএ/
