দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দলের সিরিজ বাতিল
সময় খারাপ হলে যা হয়। এমনিতেই জাতীয় দলের সময়টা ভালো যাচ্ছে না। জাতীয় দলের পাইপ লাইন সমৃদ্ধ করতে ‘এ’ দলকে শক্তিশালী করার কথা গুরুত্ব দিয়ে ভাবছিল বিসিবি। কিছুদিন আগে উইন্ডিজ সফর করে আসার পর আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে খেলতে দুবাই যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু হঠাৎ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজ খেলতে নিজেদের অপারগতার কথা জানিয়ে দিয়েছে বিসিবিকে। ফলে আসন্ন এই সিরিজ আর হচ্ছে না। সফরে দুইটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে ম্যাচ ছিল। ১ অক্টোবর দুবাই যাওয়ার কথা ছিল। এখন বিসিবি চেষ্টা করছে অন্য কোনও দেশের বিপক্ষে খেলার।
আফগানিস্তানের সিরিজ না খেলার কারণ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটা প্রস্তাব ছিল। অক্টোবরে আমাদের ‘এ’ দলের একটা প্রোগ্রাম করা ছিল। যেটা দুবাই বা আবুধাবিতে হবে। পরবর্তীতে এ বিষয়টা সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানায় যে এটা তারা নতুন সূচিতে করতে চায়। তার মানে আগামী অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘এ’ দলের যে নির্ধারিত সিরিজ সেটার সূচি নতুন করে করতে হবে। আমরা চেষ্টা করছি এই সময়টাতে আমাদের যেহেতু স্লট আছে, অন্য কোনো দেশ বা অন্য কোথাও কারে সাথে ম্যাচ বা সিরিজ খেলা যায় তার কথা বার্তা চলছে। যেহেতু খুবই প্রাথমিক আলোচনা। এসব আলোচনা চূড়ান্ত হতে কিছুটা সময় লাগে। আমরা চাচ্ছি যে বিষয়টা যখন চূড়ান্ত হবে তখনই আপনাদের জানাবো।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা আলোচনা শুরু করেছি। আমরা ২-১টা জায়গায় আমরা যোগাযোগ করেছি। আমরা ইতিবাচক সাড়াই পাচ্ছি। আমরা আশাবাদী। ওই সময়টাতে যেহেতু আমাদের ফাঁকা সময় আছে, এই সময়টাতে আমরা অন্য কিছু আয়োজন করতে পারব।’
আফগানিস্তানের এই না খেলার কারণ অর্থনৈতিক কি না জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘একেকটা বোর্ডের বিভিন্ন আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আফগানিস্তান বাইরের ভেন্যু ব্যবহার করে। একটা লজিস্টিকসের চ্যালেঞ্জ থাকতেই পারে। কি কারণে (বাতিল) আমরা সঠিকভাবে বলতে পারব না। তবে তারা জানিয়েছে, পরবর্তীতে তারা একটা নতুন সূচিতে করতে চাচ্ছে।’
টি-টোয়েন্টি দলে শ্রীধরনকে দায়িত্ব দেওয়ায় আপাতত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কোন কাজ নেই। তাকে ‘এ’ দল নিয়ে কাজে করতে বলা হয়েছিল। কিন্তু সিরিজ বাতিল হয়ে যাওয়াতে ডোমিঙ্গোর কাজও থেমে গেল। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা বলেছিলাম ‘এ’ দলটাকে সে (রাসেল ডমিঙ্গো) দেখবে। ওই অবস্থানেই আছে আলোচনাগুলো। আমরা কিন্তু চেষ্টা করছি বিকল্প কিছু করা যায় কিনা। কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা। সেটা যদি হয়, সেভাবেই পরিকল্পনা হবে।
এমপি/এএস