টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিমের নাম

টি-টেন ক্রিকেট এখনো বিশ্ব ব্যাপি জনপ্রিয়তা পায়নি। অবশ্য এই না পাওয়ার কারণে টেস্ট খেলুড়ে দেশগুলো এখনো সে দিকে নজর দেয়নি।
আবুধাবিতে ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই আসর। এই আসরে বাংলাদেশের একটি দল বাংলা টাইগার্স নামে খেলে আসছে নিয়মিত।
কিন্তু সেরকম শক্তিশালী দল গড়তে পারেনি বলে আশানুরূপ সাফল্যও আসেনি। এবার সেই দল বেশ কোমর বেঁধেই মাঠে নেমেছে। সাকিব আল আসানকে আইকন ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে দলভুক্ত করেছে।
এবারের আসরে নতুন করে প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে তামিম ইকবালের। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
তামিম ইকবাল দল পেলে এটি হবে তার দ্বিতীয় আসর। এর আগে তিনি ২০১৭ সালে প্রথম আসরে পালতুনসের হয়ে খেলেছিলেন। দলটিকে নেৃতত্ব দিয়েছিলেন শহীদ আফ্রিদী। তামিমের দল সেমি ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল।
তিন ম্যাচ খেলে তামিম করেছিলেন ৮১ রান। ২৭ বল খেলে সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন এক ম্যাচেই।
এবারের প্লেয়ার্স ড্রাফটে তামিমের সঙ্গে নাম উঠবে জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রিজা হেনড্রিকস, তামিম ইকবাল ও জেমস ভিন্স।
এই সব ক্রিকেটারের নাম উল্লেখ করে আয়োজকরা টুইট করে জানিয়েছে,‘ হার্ড হিটিং ব্যাটিংয়ের জন্য প্রস্তুত কে?’ এবারের আসর শুরু হবে ২৩ নভেম্বর। শেষ হবে ৪ ডিসম্বের।
এমপি/এমএমএ/
