রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বোলার নয়, বল দেখে খেলেছেন জয়

নিউ জিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। এই আতঙ্ক ছড়ান তাদের পেসাররা। প্রতিবারের ন্যায় এবারও ছিল একই ভূত! বিপরীতে বাংলাদেশের করুণ অবস্থা। আবহাওয়ার পূর্বাভাস জানান দিয়েছিল এবার বাংলাদেশের উপর দিয়ে রীতিমতো পেস ঝড় বয়ে যাবে।

এদিকে, আবার নিউ জিল্যান্ডের চার পেসার-সাউদি, বোল্ট, ওয়েগনার ও জেমিসনকে বলা হচ্ছে তাদের ইতিহাসে সেরা পেস অ্যাটাক। এ রকম তথ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের মনোবলে আরও বেশি করে চিড় ধরিয়ে দেওয়ারই কথা। কিন্তু হয়েছে বিপরীত। দুর্দান্ত প্রতাপে খেলছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই দিনে (দ্বিতীয় ও তৃতীয় তিন) পাঁচ সেশন ব্যাট করে বাংলাদেশ দল উইকেট হারিয়েছে মাত্র ৬টি। রান জমা করেছে ৪০১। হাফ সেঞ্চুরি আছে চার চারটি। সবগুলোই মোটামুটি বড়সড়। সেঞ্চুরির কাছাকাছি আছে আবার দুইটি। নাজমুল হোসেন শান্ত ৬৪, মাহমুদুল হাসান জয় ৭৮, লিটন কুমার দাস ৮৬, মুমিনুল হক ৮৮। ইনিংসের প্রথম হাফ সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসলেও নজর কেড়েছে ক্যারিয়ারের মাত্রাই দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরি । বলের পর বল হজম করে তবেই তিনি এক একটি রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং শৈলী দেখে মুগ্ধতা ছড়িয়েছে অন্যদেরও।

একাদশে নবীনতম ক্রিকেটারের এমন ধৈর্য্যশীল ব্যাটিং অন্যদেরও আত্মবিশ্বাসী করে তুলে। শুধু প্রয়োজন টিকে থাকা। বলের গুণাগুণ বিচার চার করে খেলা। কিন্তু প্রশ্ন হলো মাহমুদুল কিভাবে হজম করলেন এই চার পেসারকে। যেখানে তার আর্ন্তজাতিক ক্রিকেটের অভিজ্ঞতা মাত্র এক টেস্টের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে যেখানে অভিষেক হয়েছিল বিবর্ণ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট। দ্বিতীয় ইনিংসে ৬ রান। ছোট্ট এই অভিজ্ঞতা নিয়ে নিউ জিল্যান্ডের দুর্ধর্ষ পেস আক্রমণ সামলানোর গোপন তথ্য ফাঁস করেছেন মাহমুদুল। পেসারদের নাম দেখে নয়, বল দেখে তিনি খেলেছেন। যে কারণে আগেই কোনো ভয়ভীতি কাজ করেনি। বলের গুণাগুণ বিচার করে খেলে সফল হয়েছেন।

সোমবার নিউ জিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিউ জিল্যান্ডের বোলিং বিশ্বের অন্যতম সেরা বোলিং। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। আমি চেষ্টা করেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। আমি বোলারদের নাম দেখে না, বল দেখে খেলার চেষ্টা করেছি।’

নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রান করে। খুব বড় ইনিংস না হলেও প্রতিপক্ষ বাংলাদেশ বিবেচনায় বড়ই বলা যায়। কারণ, নিউ জিল্যান্ডে বাংলাদেশের অতীত ইতিহাসে রুগ্ণ। অল্প রানে গুটিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেখানে প্রথমেই প্রতিরোধের দেয়াল গড়ে তুলেন সাদমান ইসলাম এই মাহমুদুল হাসান জয়কে নিয়েই। কী ছিল সেখানে মসলা। সেটিও জানিয়েছেন জয়। বলের পর বল খেলে সেই বলকে পুরনো করা, যাতে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য রান করাটা সহজ হয়। এই পরিকল্পনায় তারা অনেকটা সফল হন। সাম্প্রতিক ওপেনিং জুটির ভয়াবহ ব্যর্থতা রোধ করে তারা ৪৩ রান যোগ করেন। যেখানে বলের ব্যবহার ছিল ১৮.১ ওভার।

জয় বলেন, ‘ব্যাটিংয়ের শুরুতে আমার ও সাদমান ভাইয়ের পরিকল্পনা ছিল যে আমরা নতুন বলকে কীভাবে পুরনো করা যায় এবং বল বাই বল খেলব। আমরা একবারে লম্বা চিন্তা করলে সাফল্য নাও আসতে পারে। কিন্তু বল বাই বল খেললে সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে। এই পরিকল্পনায় আমাদের জুটিটা ভালোই হয়।’

ব্যক্তিগতভাবে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মাহমুদুল হাসান জয় বলেন, ‘আমার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। সাধারণভাবেই খেলার চেষ্টা করেছি। একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। আমি মোটামুটি ভালো করেছিলাম। ওখান থেকেই মূলত আত্মবিশ্বাস পেয়েছি। পরিকল্পনা ছিল বেশি রানের দিকে যাব না। বেশি বল খেলতে পারলে রান এমনিই আসবে। সাদমান ভাই, শান্ত ভাই, মুমিনুল ভাই সব সময় বলেছেন ব্যাটিংয়ে থাকলেই রান আসবে।’

সাদমান আউট হওয়ার পর ক্রিজে আসা নাজমুল ও মুমিনুলের অবদানের কথাও জানান মাহমুদুল। তিনি বলেন, ‘যখন শান্ত ভাই আসেন, উনার সঙ্গে আমার অনেক ভালো একটা জুটি হয়। আমি যখন বেশি শট খেলার জন্য আক্রমণাত্মক হচ্ছিলাম, তখন উনি আমাকে নিয়ন্ত্রণে থাকতে বলেছিলেন। মুমিনুল ভাইও এই একই কথা বলেন। উনি বলেন, ডট বল হলে সমস্যা নেই । এভাবেই খেলে যেতে থাকো।’

টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ নিউ জিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেখানে তিনি ১৩১ বল খেলে ৬৬ রান করেছিলেন। এই ইনিংসও তাকে আত্মবিশ্বসী করে তুলেছিল বলে জানান মাহমুদুল হাসান জয়।

 

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না।

রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে ইশরাক লিখেছেন, "জীবন থাকতে কোনো স্থানীয় সরকার ফরকার হবে না। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে।"

তিনি আরও লিখেছেন, "এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নাই। আর আমাদের দলীয় কেউ যদি ভুলেও স্বপ্ন দেখেন, যেই হন না কেন আপনাদের চিনবো না। অতএব এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।"

 

তরুণ এই বিএনপি নেতা তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনায় স্থানীয় নির্বাচন থাকতে পারে। কিছু নতুন দল বা ছোট দল নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করতে পারে। তবে তার মতে, "এই মার্কাবিহীন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে।"

তিনি আরও উল্লেখ করেন, "আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে। এর বাইরে, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী বা মহানগর বিএনপির সদস্য হিসেবে, বা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, যে অবস্থানেই বিবেচনা করা হোক না কেন, আমি জানিয়ে দিচ্ছি—ঢাকার অলিগলির রাজনীতি কীভাবে চলে তা আমি জানি।"

ইশরাক হোসেন তার পোস্টের শেষ অংশে বলেন, "ঢাকা ও অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে। হাসিনার কমিশনার/কাউন্সিলরা কিভাবে হয় এবং তারা কীভাবে ফিরে আসতে পারে, সেটাও আমাদের মুখস্থ।"

Header Ad
Header Ad

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে। দিবসটি যথাযথভাবে পালনের জন্য সবাইকে অনুরোধ করেছে সরকার।

তবে পরিপত্র জারির পর থেকেই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি থাকবে? এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।

সরকারি পরিপত্র অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকবে না। দিবসটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয়ভাবে পালন করা হবে, তবে ছুটি থাকবে না।

পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। তবে এটি সরকারি ছুটি ছাড়া জাতীয় দিবস হিসেবে পালন করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। শোকাবহ ও হৃদয়বিদারক এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদের অবমাননা করছে উল্লেখ করে বিবৃতিতে দেয় ছাত্রসংগঠনটি ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুদা ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ এবং পরবর্তীতে ইসলামি ছাত্রশিবিরকে নিতে হবে।

ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামি ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্রশিবির এর সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।

তারা আরও উল্লেখ করেন, অপারেশন সার্চলাইট এ শহীদ মধুদা’র মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামি ছাত্রশিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং বীর শহীদদেরকে অবমাননা করছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, একাডেমিক শাটডাউন ও লংমার্চের ঘোষণা
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুটি সময়সীমা নির্ধারণ: সিইসি
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আহতদের চিকিৎসা বন্ধে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ শেখ হাসিনার নির্দেশ ছিলো
এস আলম পরিবারের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী