জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

ক্রেইগ আরভিনকে নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
খবরে জানা গেছে, আগস্টের শুরু থেকেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এত দিন মাঠের বাইরে ছিলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক আরভিন। তিনি ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন শুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা ও পেসার ব্লেসিং মুজুরাবানি।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করতে পারেননি ভিক্টর নিয়ুচি, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো ও তাদিওয়ানাশে মারুমানি। তবে তাদের মধ্যে মারুমানি, কাইয়া ও নিয়ুচিকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। যদিও চারজনই সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে ছিলেন।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।
রিজার্ভ
তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়ুচি।
এসআইএইচ
