শ্রীরামের জালে ধরা পড়ে বিশ্বকাপের দলে শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের দলে জায়গা না পাওয়াটা যত না বড় চমক ছিল, তার চেয়ে কয়েকগুন বেশি চমক ছিল নাজমুল হাসান শান্তর দলে জায়গা পাওয়া।
পারফর্ম করতে না পারার কারণে এশিয়া কাপের আসরে দলে জায়গা হারিয়েছিলেন। সেখানে আবার কোনো ম্যাচ না খেলেই ফিরেছেন বিশ্বককাপের স্কোয়াডে। অথচ এই শান্তকেই খুঁজছিলেন দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
বুধবার (১৪ সেপ্টম্বর) দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি খুঁজছি ইমপ্যাক্ট। পারফরম্যান্স খুঁজছি না।’ তার কাছে ইমপ্যাক্টের ব্যাখ্যা হলো, বাংলাদেশের মতো দলে ৭-৮ জন ইমপ্যাক্ট ফেলতে পারলে জিতে যাবে। ১৭-১৮ বলে ২৫-৩০ রান করতে পারাটাই আমার কাছে ইমপ্যাক্ট। সে (শান্ত) অনেক ভালো খেলোয়াড়। আর্ন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যে রকম টেম্পারমেন্ট দরকার, তা ওর মধ্যে আছে। আমি অল্পবিস্তর ব্যাটিং করতে যা দেখেছি, ওর সেই টেম্পারমেন্ট আছে। বাউন্সি উইকেটে খেলার মতো সামর্থ্য ওর রয়েছে। তাই আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে।’
শ্রীধরন উদাহরণ দিয়ে বলেন, ‘আমি একটা উদাহরণ দিতে চাই। রিয়াদ (এশিয়া কাপে) আউট হওয়ার পর মোসাদ্দেক হাসারাঙ্গার এক ওভারে যেভাবে চড়াও হয়ে ১২ রান নিয়ে নিল, সেটি হলো ইমপ্যাক্ট। আমাদের তাই দল হিসেবে এমন খেলোয়াড় খুঁজতে হবে, যারা ম্যাচে ইমপ্যাক্ট রাখবে। এখানে পারফরম্যান্স খুঁজে লাভ নেই। টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ওভাররেটেড বিষয়। নিয়মিত পারফর্ম করেও সবসময় ম্যাচ জয়ী হওয়া যায় না। কিন্তু ম্যাচে যত বেশি খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, ম্যাচ জেতার সুযোগ তত বেড়ে যাবে।’
বাংলাদেশ দলের ভালো করার জন্য বদ্ধ পরিকর শ্রীরাম বলেন, ‘আমি এখানে আমার চুক্তি বাড়াতে আসিনি। আমি আমার সেরাটা দিতে চাই বাংলাদেশের জন্য।’
এশিয়া কাপে দলের অনেক পজেটিভ দিক উল্লেখ করে শ্রীধরন বলেন, ‘এশিয়া কাপে আমাদের অনেক পজেটিভ দিক ছিল। আমাদের দুইটি ম্যাচই জেতার প্রয়োজন ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা ভালো খেলিনি। খেলাধুলায় ফলাফলই সব। কিন্তু অনুগ্রহ করে সবাই ফলাফলের দিকে নজর দিবেন না। প্রক্রিয়া ও পরিকল্পনাটা আসল। যতক্ষন না পর্যন্ত আমরা তা ঠিক করতে পারব, ততক্ষন পর্যন্ত আমি দায়বদ্ধ।’
এমপি/এমএমএ/
