শ্রীরামের দৃষ্টিতে ধোনির মতো মাহমুদউল্লাহ!

ভাদ্র মাসের লাগাতর বৃষ্টি জনজীবন বিপর্যস্ত। সেখানে দুই মাসেরও কম সময় আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহর জীবন আরও বিপর্যস্ত। এবার যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেই বাদ এবং সেই বাদ পড়া হতে পারে চিরতরেও! টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকরা যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন তাতে নির্বাচকরা প্রেসক্রিপশন ফলো করেছেন নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের।
আগামী ১ বছরের পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছেন। এই হিসেবে বলা যায় মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি যুগের অবসান ঘটেছে।
বৃষ্টিস্নাত দিন মানেই ঢাকা শহর জানজটে পরিণত হওয়া। তাই একান্ত প্রয়োজন না হলে কেউ পারত পক্ষে ঘর থেকে বের হতে চান না। কিন্তু সেখানে ব্যতিক্রম ছিল মিরপুরের হোম অব ক্রিকেট। কারণ, আজ যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে। পরে আবার কথা বলবেন শ্রীধরন শ্রীরাম।
দল ঘোষণা পর নির্বাচটক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও কাজী হাবিবুল বাশার সুমন ফিরে যাওয়ার পর আসেন শ্রীধন শ্রীরাম। সংবাদ সম্মেলনে অধিকাংশ কথাই হয়েছে দল ঘোষণা নিয়ে।
নির্বাচকরা তাদের মতো করে ব্যাখ্যা দেয়ার পর শ্রীধরনও দিয়েছেন তার ব্যাখ্যা। যেখানে তাকে বেশ বাক্য ব্যয় করতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। তিনি মাহমুদউল্লাহকে ভারতের মাহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার উল্লেখ করে বলেন, ‘মাহমুদউলল্লাহকে আমি সবসময় ধোনির মতো করে দেখি। মাহমুদউল্লাহ দলে যে ধরনের রোল প্লে করে, ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।
কিন্তু ধোনি সারাজীবন খেলবে না। তাই আপনার প্ল্যান লাগবে পরের জনকে নিয়ে। আমার মনে হয় এটা সঠিক সময় আমাদের জন্য যে শূন্যতা কে পূরণ করবে। আমি মনে করি রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। কিন্তু তারপরও ওখানে যদি আমরা কাউকে না খেলাই, তাহলে যথাযথ কাউকে পাওয়া যাবে না।
এমপি/এমএমএ/
