গ্রুপ সেরার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা
পরস্পরের বিপক্ষে মোকাবিলা করার আগেই ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই সেমিতে খেলা নিশ্চিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নেপালের দশরথ স্টেডিয়ামে দুই দল মাঠে নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে।
সেমিফাইনালে যাওয়ার বিষয়টি গৌণ হয়ে পড়াতে দুই দলের খেলাটি আর তেমন গুরুত্ব বহন করে না। তারপরও আজ সেই গুরুত্ব বহন করছে। এর কারণ একটিই, দুই দলেরই লক্ষ্য গ্রুপ সেরা হওয়া। আর সেটি হওয়ার পেছনে কারণও আছে। ‘এ’ গ্রুপ সেরা হতে পারলে সেমিতে স্বাগতিক নেপালকে এড়ানো যাবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেপাল সেমিতে খেলা নিশ্চিত করেছে। নেপালও শিরোপার জোর দাবিদার। তখন সেমিতে খেলতে হবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে।
‘এ’ গ্রুপে বাংলাদেশ-ভারত দুই দলের পয়েন্টই সমান। তবে গোল গড়ে এগিয়ে আছে ভারত। মালদ্বীপকে ৩-০ ও পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের গোল যেখানে ৯টি, সেখানে ভারত মালদ্বীপকেই হারিয়েছে ৯-০ গোলে। অপর ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৩-০ গোলে। ভারতের গোল ১২টি। আজকের ম্যাচ যদি ড্র হয়, তাহলে ভারতই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশের জয়ের বিকল্প নেই। কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে দক্ষিণ এশিয়ায় সেরা দল ভারত। তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমাদের মেয়েরাও অনেক আর্ন্তজাতিক ম্যাচ খেলে অভিজ্ঞ হয়েছে। আমরা অপেক্ষা করছি মেয়েরা ভালো ফুটবল খেলবে।’
সাফের যেকোনো আসরে ভারতের বিপক্ষে খেলা মানেই বাংলাদেশের অবস্থান ভালো থাকে না। আগের দিন সোমবার সাফ অনূর্ধ্ব-১৭ আসরে এই ভারতের কাছে সেমিতে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। আজকের ম্যাচে বিদায়ের প্রশ্ন জড়িত না থাকলেও হেরে গেলে বা ড্র করলে নেপালের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে। দুই দলের মুখোমুখি দেখাতে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ১০ বারের মোকাবিলাতে ভারতের জয় ৯ বার। একবার ড্র করতে পেরেছিল বাংলাদেশ ২০১৬ সালে শিলগুড়িতে।
কোচ ছোটন বলেন, ‘আমরা আগেও বলেছি, অতীতে যেটা হয়েছে, এবার নতুন করে ভালো কিছু করার জন্য আমরা এসেছি। মেয়েরা ভালো শুরুও পেয়েছে। মেয়েরা ভালো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবে।
তিনি বলেন, ‘মেয়েরা সেই অতীত পরিসংখ্যান দেখছে না। তারা এবার ভালো শুরু করেছে। এ ম্যাচেও ভালো কিছু আশা করছে।’
এমপি/আরএ/