সেমিতে ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
সাফ টুর্নামেন্টগুলোতে ভারত যেন বাংলাদেশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে ফাইনালে উঠা হলো না বাংলাদেশের।
শ্রীলঙ্কার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হয় পল স্মলির শিষ্যরা। ভারতের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের কিশোরদের।
লড়াই হয়েছে বেশ। তবে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিংশ ভালো না হওয়ায় তা গোলে পরিণত করতে পারেনি। ম্যাচের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি গোল হজম করে বাংলাদেশ। ৫১ মিনিটে বক্সের একটু সামনে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান থাংলালসেন গাঙতি। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। যদিও এই গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অফ-সাইড মনে করে থাংলালসেনকে থামাতে যায়নি বাংলাদেশের খেলোয়াড়রা। আর এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি।
দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান মিরাজুল ইসলাম। কিন্তু এরপর ভারতের উপর চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ফলে শেষ পর্যন্ত ভারতের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
এসজি