সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল
ভারতকে হারালেই ফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের একচেটিয়া দাপট থাকলেও বয়সভিত্তিক ফুটবলে তাদের সে রকম একচেটিয়া দাপট নেই। এখানে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় নেপাল, পাকিস্তান, বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের আসন শুরু হয়েছে শ্রীলঙ্কায়। আগে এই আসর অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ নামে। আর সেখানেই ভারতের সামনে বাধা বাংলাদেশ। এবার এই আসর প্রথম আয়োজন। আজ আসরের প্রথম সেমিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে এসেছে। ভারত ‘বি’ গ্রুপে হয়েছে রানার্সআপ। কলম্বোর রেসকোর্সে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
সেমিতে উঠে আসার পথে বাংলাদেশ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল। পরের ম্যাচে মালদ্বীপকে কুপোকাত করে ৫-০ গোলে। শ্রীলঙ্কার বিপক্ষে মোর্শেদ ২টি ও রানা, রুবেল ও নাজিমউদ্দিন একটি করে গোল করলেও মালদ্বীপের বিপক্ষে মিরাজুল হ্যাটট্রিক করেছিলেন। মোর্শেদ ও ফয়সাল ১টি করে গোল করেছিলেন।
‘এ’ গ্রুপে ভারত প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারালেও পরের ম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছিল ১-৩ গোলে।
সেমি ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়রা রবিবার দেড় ঘণ্টার মতো অনুশীলন করে। বাফুফে সূত্রে জানা গেছে দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ আছেন। ভারতকে হারাতে তারা বদ্ধ পরিকর।
অধিনায়ক ইমরান বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। আমরা প্রথম ও দ্বিতীয় ম্যাচ জেতার পর এখন ভারতের বিপক্ষে খেলব। আমি আগেই বলেছিলাম ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে চাই। সেটা সেমি ফাইনালেই পেয়ে গেছি। সবাই আশায় আছে সেমি ফাইনালে ভারতকে হারিয়ে আমরা ফাইনালে যাবে।’
নেপালের বিপক্ষে ম্যাচ দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা নেপালের বিপক্ষে ভারতের ম্যাচটি দেখেছি। সেই ম্যাচে ওদের দুর্বল দিক ও শক্তিশালী দিক নিয়ে আমরা মিটিংয়ে কথা বলেছি। আমরা ৪ দিনের বিরতি পেয়েছিলাম। এই সময় এ নিয়ে কাজ করেছি। সব মিলিয়ে সবাই প্রস্তুত ভারতের বিপক্ষে খেলার জন্য।’
ভারতের বিপক্ষে খেলতে গেলে একটা স্নায়ু চাপ থাকে বাংলাদেশের খেলোয়াড়দের। এবার সেই চাপ নেই বলে জানান ইমরান। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
আসরের হ্যাটট্রিক ম্যান সেমিতে ভারতকে পেয়ে খুবই খুশি। তিনি বলেন, ‘ক্যাপ্টেন তো আগেই বলে দিয়েছে ফাইনালে ভারতকে চাই। তার আগেই ভারতকে পেয়ে গেছি। এই ম্যাচটার জন্য সবাই প্রস্তুত আছে। দলে কোনো ইনজুরি নেই। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব।
এমপি/এসএন