বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

কে হবে এশিয়ার নতুন রাজা পাকিস্তান, না শ্রীলঙ্কা

এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ফাইনাল অধরা রেখেই আজ আসরে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

একে একে আজ মঞ্চস্থ হবে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনাল। কিন্তু আয়োজক তথা ক্রিকেট প্রেমীদের একান্ত চাওয়া থাকার পরও একটি আসরেও মঞ্চস্থ হয়নি পাকিস্তান-ভারত ফাইনাল। কখনো ভারত ফাইনালে উঠলে পাকিস্তানের আর উঠা হয় না। সেখানে জায়গা করে নেয় হয় শ্রীলঙ্কা, কখনো বাংলাদেশ। একই অবস্থা হয় পাকিস্তানও ফাইনালে উঠলে।

পাকিস্তান-ভারত ফাইনালে না উঠলেও ফাইনাল আজ ঠিকই মঞ্চস্থ হবে। শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এক বিন্দুও। ক্রিকেট প্রেমীদের আগ্রহেরও কমতি নেই ফাইনাল নিয়ে। দুই দল দুই গ্রপ থেকে উঠে এসেছে ফাইনালে। লক্ষ্যনীয় বিষয় ছিল দুই দলই সুপার ফোরে আসতে নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়েছিল। দুই দলই আসর শুরু করেছিল হার দিয়ে। পাকিস্তান ভারতের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫ উইকেটে হেরেছিল। কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি। তাদের করা ১০৫ রান আফগানরা পাড়ি দিয়েছিল ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে। এরপর শ্রীলঙ্কা আর কোনো ম্যাচই হারেনি। পাকিস্তান হেরেছে শুধুমাত্র শ্রীলঙ্কার কাছেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পর নিয়ম রক্ষার ম্যাচে ৫ উইকেটে।

শ্রীলঙ্কা এবার নিয়ে ১২বার ফাইনাল খেলবে। আগের ১১ বারের মাঝে তারা চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। বাকি ৬ বারের ৫ বারই তারা হেরেছে ভারতের কাছে। একবার হেরেছিল পাকিস্তানের কাছে। সে তুলনায় পাকিস্তান ফাইনাল খেলেছে খুবই কম মাত্র ৪ বার। তারা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। একবার শ্রীলঙ্কাকে হারিয়ে, আরেকবার বাংলাদেশকে হারিয়ে। হেরেছিল দুইবারই শ্রীলঙ্কার কাছে। আর দুই দল পরস্পরের বিপক্ষে ফাইনাল খেলেছে ৩ বার। শ্রীলঙ্কা জিতেছে ২ বার, পাকিস্তান ১ বার।

দুই দল আজকের ফাইনালের আগে পরস্পরের বিপক্ষে একটা ড্রেস রিহার্সাল ম্যাচও খেলেছে। এক ম্যাচ হাতে রেখেই দুই দল ফাইনাল নিশ্চিত করাতে সুপার ফোরের শেষ ম্যাচ দুই দলের জন্য হয়ে উঠে নিয়ম রক্ষার। সেই নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তান পাত্তাই পায়নি শ্রীলঙ্কার কাছে। হেরেছিল ৫ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২১ রানে গুটিয়ে গিয়েছিল। শ্রীলঙ্কা সেই রান অতিক্রম করেছিল ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে।

২২ গজে যারা ভালো করবে তারাই জিতবে-এটাই স্বাভাবিক। কিন্তু এবারের আসরে ভালো খেলার চেয়েও ‘ভাগ্যও’ ফলাফল প্রভাবক হয়ে উঠেছে। এই ভাগ্য হচ্ছে ম্যাচ শুরু আগেই ‘টস’। টস জেতার পর কোনো দলই আগে ব্যাটিং করেনি। টস জিতলেই বোলিং বেছে নেওয়া হয়েছে। পরে ফলাফলও অনুকূলে চলে আসে। এবারের আসরে তিনটি ম্যাচ ব্যতীত বাকি সব ম্যাচেই টস জিতে পরে ব্যাটিং করা দলই জয়ী হয়েছে। শধু হংকং দুইবার ও আফগানিস্তান একবার টস জিতে বোলিং আগে নিয়ে ম্যাচ জিততে পারেনি। তা হোক লো স্কোরিং ম্যাচ কিংবা হাই স্কোরিং ম্যাচ। বাংলাদেশের ১৮৩ রান যেমন শ্রীলঙ্কা পাড়ি দিয়েছে ৪ বল হাতে রেখে, তেমনি আবার আফগানিস্তানের ১২৯ রানও পাড়ি দিতে হিমশিম খাওয়ার পরও পাকিস্তান ম্যাচ জিতেছে ৪ বল বাকি রেখে। এমন কী বাংলাদেশের ১২৭ রানও আফগানিস্তান প্রচণ্ড বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত ৯ বল অবশিষ্ট রেখেই অতিক্রম করতে পেরেছিল। বিষয়টি পরিষ্কার টস জিতে পরে ব্যাটিং করার ক্ষেত্রে সাফল্য অনেকটাই নিশ্চিত। আজকের ফাইনালেও দুই দল চাইবে টস জিততে।

আজকের ফাইনালে পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে তাদের ব্যাটিং লাইন। একমাত্র মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। রিজওয়ান ২ হাফ সেঞ্চুরিতে ২২৬ রান করে যেখানে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটসম্যান, সেখানে দলের আর কেউই শতরানও করতে পারেননি। সবচেয়ে বেশি হতাশ করেছেন অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে তার ৩০ রানই এবারের আসরের সর্বোচ্চ। কে জানে বাবর আজমের ইনিংসটা ফাইনালের জন্য জমা হয়ে আছে কি না। যদি তাই হয়ে থাকে তাহলে লঙ্কান বোলারদের জন্য দুর্দশাই ডেকে আনবে। বোলিংয়ে পাকিস্তান আবার মোহাম্মদ রিজওয়ানের মতো এককভাবে কারও উপর নির্ভরশীল নয়। সবাই যার যার অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। ৮ উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ। সাদাব খান নিয়েছেন ৭ উইকেট। ৬ উইকেট নিয়েছেন নাসিম শাহ। ৫ উইকেট নেওয়া আছে হারিস রউফের।
শ্রীলঙ্কার ব্যটিং লাইন আবার সম্মিলিত। শতরানের উপরে আছে ৪ জনের। তারা হলেন পসুন নিশানকা ১৬৫ রান, কুশাল মেন্ডিস ১৫৫ রান, রাজা পাকসে ১২০ রান, দাসুন শানাকা ১০৯ রান। এদের সবারই আছে কোনো না কোনো ম্যাচে জয়ে বিশেষ অবদান। বোলিংয়ের দিক দিয়েও তাদের অবদান সম্মিলিত। ৬টি করে উইকেট নিয়েছেন মাদুশানকা ও হাসারাঙ্গা ডি সিলভা। ৫টি করে নেওয়া আছে চামিকা করুনারত্নে ও থিকসানার।

দুই দল আজকের আগে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৬ বার। পাকিস্তান ১৩ বার ও শ্রীলঙ্কা ৯ বার জিতেছে। আজকেও এক দল জিতবে। কিন্তু সেই জয়ের গুরুত্ব থাকবে আলাদা।এই জয় মানেইতো চ্যাম্পিয়ন।

এমপি/এসএন

Header Ad
Header Ad

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, বুলডোজার ছাড়াই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল নেমেছে। আজ বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, সন্ধ্যা ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জড়ো হয়। তারা স্লোগান দিতে দিতে জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে। বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর ম্যুরালসহ জাদুঘরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত করে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের বিরোধিতা করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' নামে একটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যেখানে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। তবে, বুলডোজার ছাড়াই তারা নিজ হাতে ভাঙচুর চালায়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়। বিক্ষোভ ও ভাঙচুরের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত, যেখানে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগে বসবাস করতেন।

Header Ad
Header Ad

আমরা কী করলাম, সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কী করলাম বা করলাম না- ভবিষ্যৎ প্রজন্ম সেটি দিয়ে আমাদের বিচার করবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, দেশের রাজনৈতিক দল ও অংশীজনদের ঐকমত্যে পৌঁছানোর জন্য এসব প্রতিবেদন প্রকাশ করা হবে এবং এর ভিত্তিতেই সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, "এটি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ সংবাদ। আমি জাতির পক্ষ থেকে কমিশনের দুই চেয়ারম্যানসহ সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।"

প্রধান উপদেষ্টা বলেন, "এই দুটি প্রতিবেদন দেশের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলবে। আপনি দরিদ্র, মধ্যবিত্ত বা ধনী যেই হোন না কেন, এই সংস্কারের প্রভাব থেকে কেউই বাদ যাবেন না।"

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে নাগরিকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবেন। আমরা যেন সত্যিকারের নাগরিক হিসেবে মর্যাদা পাই, সেটিই আমাদের প্রত্যাশা।"

সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, "যাতে সবাই মনে করতে পারে, এখানে প্রকৃত সত্য বলা হয়েছে, ভুক্তভোগীদের বাস্তব চিত্র উঠে এসেছে। আমাদের তো পণ্ডিত হতে হবে না এটি বোঝার জন্য, কারণ প্রতিদিনই আমরা নানা অবিচারের শিকার হই।"

প্রধান উপদেষ্টা আরও বলেন, "সংস্কার কমিশনের কাজ শুধু বাংলাদেশের জন্য নয়, এটি বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশ্বের দরবারে এটি তুলে ধরতে হলে এর ইংরেজি অনুবাদ করা প্রয়োজন।"

কমিশনের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, "আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও গবেষণার সংমিশ্রণে এই প্রতিবেদন তৈরি হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দলিল হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, "আমরা কী করলাম বা করলাম না, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সেই কাজের জন্যই বিচার করবে। তারা প্রশ্ন করতে পারে, আপনারা তো পেয়েছিলেন, তাহলে বাস্তবায়ন করেননি কেন? কারণ, সবকিছু তো বইয়ের পাতায় লেখা আছে। এই কাজ জাতির জন্য এক মূল্যবান স্মারক হয়ে থাকবে।"

Header Ad
Header Ad

হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। এই প্রশ্ন গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে 'আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে নিহত ৪৫ শহীদ পরিবারকে আর্থিক অনুদান এবং ‌র‌্যাবের গুলিতে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষ্যে সোনাগাজী সরকারি ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে যে সময়ক্ষেপণ করছে এবং সংস্কার কাজ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে, তা কোনো ষড়যন্ত্রের অংশ কি-না সে ব্যাপরে সবাই সজাগ থাকতে হবে।

এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচার বিগত ১৭ বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল । সে অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ, বিগত ১৭ বছরের লড়াই এবং ২৪এর জুলাই আগস্টের বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মানে সবাইকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখন দেশে যে সংস্কারের আলোচনা চলছে সেই সংস্কার প্রস্তাব বিগত আড়াই বছর পূ্র্বে আমরাই দিয়েছিলাম। স্বৈরাচার আমাদের সংস্কার প্রস্তাব আমলে নেয়নি। আর সেই বিশ্বাস থেকেই আমরা জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছি। কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে। দেশের কল্যাণে কাজ করতে চায়।

দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণ হবে।

বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সব সময়ই দেশ ও জনগণের কল্যাণ নিয়ে ভাবে। এর বড় কারণ হলো- দেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায়। কীভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজে আসবে নেতাকর্মীদের সে বিষয়ে সজাগ থাকতে হবে।

আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভেকেট রুহুল কবির রেজভী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,জয়নাল আবেদীন ভিপি জয়নাল, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জালাল আহমদ মজুমদার, মামুনুর রশিদ মামুন, মশিউর রহমান বিপ্লব, ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, শহীদ ছাত্রদল নেতা কাওছার উদ্দিনের পিতা ফিরোজ আলম, শহীদ মেহাম্মদ মাসুদের কন্যা মুনতাহা বিনতে মাসুদ ও শহীদ জাফর আহমদের কন্যা জাহানারা বেগম প্রমুখ।

এসময় ২০১৬ সালের ২৫ জুন র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নিহত ৪৫ শহীদ পরিবারসহ আহতদের প্রায় ২৫ লাখ টাকার মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, বুলডোজার ছাড়াই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা
আমরা কী করলাম, সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে : প্রধান উপদেষ্টা
হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
মুক্তিপনের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুড়াল দিয়ে কোপালেন আ'লীগের কর্মিরা
খুব দ্রুতই জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে: ছাত্রদল সভাপতি
বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম