ব্যাটিং ব্যর্থতায় ১২১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামে পাকিস্তান ও শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে ১২১ রানেই গুটিয়ে গেছে তারা।
এখন পর্যন্ত টুর্নামেন্টে আগে ব্যাটিং করতে নামা দলগুলো জয়ের সংখ্যা খুবই কম। ১১ ম্যাচে আগে ব্যাট করতে নেমে জয় মাত্র ৩টি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২১ রান তুলেছে পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে শ্রীলঙ্কার প্রয়োজন ১২২ রান।
চলতি আসরে ফর্ম খরায় ভুগছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে আজ দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন তিনি। ২৯ বলে ২ চারে করেন ৩০। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে মোহাম্মদ নাওয়াজের ব্যাট থেকে। তিনি ১৮ বলে ১ চার ও ২ ছয়ে এই ইনিংস খেলেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ রিজওয়ান ১৪, ফখম জামান ও ইফতিখার আহমেদ দু'জনই ১৩ রানের ইনিংস খেলেন। বাকি কেউ দুই অংক স্পর্শ করতে পারেনি। লঙ্কানদের হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া মহিশ থিকশানা, প্রামুদ মাদুসানা ২টি করে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ও চামিকা করুনারত্নে ১টি করে উইকেট শিকার করেন।
এসজি
