অস্ট্রেলিয়ায় ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে ২ মাস আগেই
পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেডে এক সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল। কিন্তু নিউ জিল্যান্ডে পাকিস্তানের অংশগ্রহণে তিনজাতির আসরে বাংলাদেশ খেলার কারণে সেই ক্যাম্প বিসিবি বাতিল করে দেয় প্রায় ২ মাস আগে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সেই কথাটি আবার নতুন করে জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, ‘অ্যাডিলেডে আমাদের ক্যাম্প করার পরিকল্পনা ছিল। কিন্তু নিউ জিল্যান্ডে ট্রাই নেশন নিশ্চিত হওয়ার পর আমরা ক্যাম্প করা থেকে সরে আসি। ক্যাম্প করার সময় কোথায়? তা ছাড়া ম্যাচ খেলার সুযোগ যেখানে আছে সেখানে ক্যাম্প করার প্রয়োজন নেই।’
নিউ জিল্যান্ডে তিন জাতির আসর শুরু হবে আগামী ৭ অক্টোবর। ডাবল লিগ পদ্ধতির খেলা শেষ হবে ১৩ অক্টোবর। পরের দিন ফাইনাল। এখান থেকেই বাংলাদেশ দল সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়ায়।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ৩০ সেপ্টেম্বর।
এমপি/এসজি