বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা
আইসিসির ইভেন্ট শুরু হওয়ার আগে অংশগ্রহণকারী দলগুলো দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়ে থাকে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর জন্য প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ তাদের দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ দলের প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। আসন্ন প্রতিযোগিতায় বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে অংশ নেবে। এর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। একই ভেন্যুতে ১৯ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খেলা শুরু হবে অস্ট্রেলিয়া সময় সন্ধ্যা ৬ টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা)।
প্রস্তুতি ম্যাচ শেষে মূল পর্ব শুরু হবে আগামী ২০ অক্টোবর। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে প্রাথমিক পর্ব থেকে উঠে আসা 'এ' গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।
এমপি/এসজি