নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে দুবাই গেল বাংলাদেশ
নারী-পুরুষ ক্রিকেটে নিগার-জাহানারাদের চেয়ে সাকিব-তামিমরা অনেক এগিয়ে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে একটি জায়গায় দুই দলই সমান্তরাল। দুই দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে জায়গা করে নিতে হয় বাছাইপর্ব খেলে।শুধুমাত্র অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ দল প্রথমবারের মতো সরাসরি খেলার সুযোগ লাভ করেছে।
দুই পক্ষেরই বাছাই পর্ব খেলা অনেকটা নিয়ম রক্ষার মতোই। এখানে তাদেরকে আটকানোর মতো কোনো দল থাকে না। চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে জায়গা করে নেয়।
সাকিবরা এবার সরাসরি খেলার সুযোগ করে নিলেও নিগাররা সেই সুযোগ করে নিতে পারেননি। তাইতো তাদের খেলতে হবে বাছাইপর্ব। সংযক্ত আরব আমিরাতের মরুর বুকে শুরু হবে এই আসর। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। সঙ্গী হিসেবে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপেও খেলবে ৪ দল। জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ডের সঙ্গে খেলবে স্বাগতিকরা। খেলা শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর। প্রথমদিনই বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড ও ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ম্যাচ। বাছাইপর্ব থেকে মূল পর্বে খেলার সুযোগ পবে দুটি দল। মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায়।
এবারের আসরে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া। ২০১৪ সাল থেকে এই আসরের নিয়মিত প্রতিনিধি বাংলাদেশ দুইবার ২০১৬ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল। ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ।
আসর আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হলেও বাংলাদেশ দল আজ গেছে সংযুক্ত আরব আমিরাত। এতো আগে যাওয়ার কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত তারা ক্যাম্প করবে।
দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘প্রথমত বলব যে আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্যে থাকবে কোয়ালিফাই করা। প্লাস আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সেই জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট। আমি বলব টিম ওয়াইজ এই দলটা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে-অপরকে জানি। আমি মনে করি আমাদের দলের যে পটেনশিয়াল আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, আমরা ফেভারিট হয়ে থাকব।’
আরব আমিরাতে বাংলাদেশ দল এবারই প্রথম খেলবে। তাই আগে যাওয়ায় কন্ডিশন ক্যাম্পটা অনেক কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা আমিরাতে এর আগে কখনো খেলিনি। ওখানের কন্ডিশনটা এখানের মতো নয়। তাই মানিয়ে নিতে সমস্যা হবে। এজন্য আগে ভাগে ওখানে যাওয়া। এই ক্যাম্পটা আমাদের খুব উপকারে আসবে।’
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
এমপি/এসজি