ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রবিবার (২ জানুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে পরাজিত করে মোহামেডান। খেলার সব কটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
মোহামেডানের হয়ে আরাফাত ও ইমন এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে এবিমোবুউই গোল করেন।
এবারের ঘটনাবহুল ফেডারেশন কাপ অনেক চড়াই উতরাই পার হয়ে নকআউট পর্বে এসে ঠেকেছে। প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে দুই দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরও প্রথম গোলের জন্য মোহামেডানকে ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আরাফাত গোল করে দলকে এগিয়ে নেন ১-০ গোলে। ৯ মিনিট পর মোহামেডান পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা। ইমন গোল করলে মোহামেডানের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
খেলা যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায়, তখনই চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি সান্ত্বনার গোল পরিশোধ করেন এবিমোবউই।
এমপি/এসআইএইচ
