দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের দল ঘোষণা, ফিরলেন অধিনায়ক বাভুমা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায়। আইসিসি দলগুলোকে স্কোয়াড ঘোষণার শেষ সময় বেঁধে দিয়েছে ১৫ সেপ্টেম্বর। ইতোমধ্যে শুরু হয়ে গেছে দল ঘোষণা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলটিকে নেতৃত্ব দিবেন টেম্বা বাভুমা। গত জুনে ভারতের বিপক্ষে সিরিজে তিনি ইনজুরিতে পড়েছিলেন। ফিরে আসায় তিনিই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিবেন। তবে তিনি মাঠে ফিরবেন বিশ্বকাপের আগেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
টেম্বা বাভুমাকে যেমন দক্ষিণ আফ্রিকা দল ফিরে পেয়েছে তেমনি আবার ইনজুরির কারণে দলে নিতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যান ফন ডার ডাসেনকে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি ইনজুরিতে পড়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা ১৫ জনের নাম ঘোষণার পাশাপাশি অতিরিক্ত হিসেবে আরও তিনজনকে রেখেছে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লাসেন, রিজা হেনড্রিকস, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস।
অতিরিক্ত: বিয়র্ন ফরটুইন, মার্কো ইয়ানসেন, আন্দিলে ফেলুকওয়ায়ো।
এমপি/এসজি