দলকে রেখেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন অধিনায়ক সাকিব
জাতীয় দল বা ঘরোয়া আসরের খেলা এবং ব্যক্তিগত কোনো কাজ না থাকলে সাকিব উড়াল দেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। সেখানে তিনি সময় কাটান। আগে সাকিব যখন এভাবে পরিবারের কাছে যেতেন, তখন তিনি দলের একজন শুধুই খেলোয়াড় ছিলেন।
কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ব্যর্থতা ঘুচাতে ‘বেটউইনার’ বিতর্ক থাকার পরও সাকিবের কাঁধেই দেওয়া হয়েছিল নেতৃত্ব। যাতে তিনি দল নিয়ে ভাবেন। ব্যর্থতার বৈতরনি পাড়ি দিতে খেলোয়াড়দের উদ্ভুত করতে নিজের অভিজ্ঞতার ভান্ডার জমা হওয়া ঝুড়ি ঢেলে দিতে পারেন।
দায়িত্ব পাওয়ার পরপরই সাকিব দল নিয়ে উড়াল দিয়েছিলেন এশিয়া কাপ খেলতে। যাওয়ার আগে জানিয়েছিলেন এশিয়া কাপ নিয়ে খুব বড় কিছু আশা নেই। গত দুই আসরের রানার্সআপ হওয়ার পরও সুপার ফোরে খেলা উচিত বলে মন্তব্য করেছিলেন। কিন্তু বাংলাদেশ সুপার ফোরে যেতে পারেনি। তবে সাকিব জানিয়েছিলেন তাদের ভাবনা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের পর নিউ জিল্যান্ডে তিন জাতির আসরের খেলে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন।
এশিয়া কাপের ব্যর্থতা শেষে নিউ জিল্যান্ডে তিন জাতির আসর ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে ১২ সেপ্টেম্বর। ১১ তারিখ দেশে আসবেন নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। কিন্তু এই অনুশীলনে দলের সঙ্গে থাকবেন না সাকিব। তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে মঙ্গলবার মধ্যরাত ৩টা ২০ মিনিটের ফ্লাইটে উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর চলে যাবেন উইন্ডিজে সিপিএল খেলতে। এবার তিনি খেলবেন গায়ানা আমাজন ওয়ারিয়ার্সে। সেখান থেকে সরাসরি নিউ জিল্যান্ড গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
সিপিএল নতুন দলের জার্সি পরা ছবি দিয়ে সাকিব নিজের ফেসবুকে একটি পোষ্টও দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন, ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর সঙ্গে একটি নতুন যাত্রা। সিপিএল ২০২২ এ তাদের জন্য শুভকামনা!’
সাকিবের এভাবে চলে যাওয়াতে নতুন কোচের অধীনে দলের ক্রিকেটারদের সঙ্গে তার আর অনুশীলন করা হবে না। পরিকল্পনা করা হবে না। খেলোয়াড়দের উদ্ভুদ করাও হবে না। এশিয়া কাপের ত্রুটিগেুলো নিয়ে কোচের সঙ্গে পরামর্শও করা হবে না।
এমনকি ১৫ সেপ্টেম্বর যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার সম্ভাবনা আছে, যে দল ঘোষণার আগে শ্রীধরন ২/৩ দিন এশিয়া কাপের বাইরে আরও কিছু খেলোয়াড়কে পরখ করে দেখবেন বা দল নিয়ে সাকিবের সঙ্গে পরামর্শ করবেন, তাও করা হবে না!
এমপি/এমএমএ/