জাহানারার ফেরা মারুফায় আশা
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ‘১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সেই দলের চমক কোনটি। পেসার জাহানারা আলমের ফিরে আসা, নতুন মুখ অলরাউন্ডার মারুফা আক্তারের সুযোগ পাওয়া।
জাহানারা আলম নারী দলের নিয়মিত মুখ। কিন্তু কমনওয়েলথ গেমস টি-টোয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বে খেলার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বাদ দেওয়ার পেছনে বিসিবি থেকে সরাসরি না বললেও জানা গিয়েছিল শৃংখলা ভঙ্গ। এ নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় হয়েছিল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাছাই পর্বের গণ্ডি পার হতে পারেননি। সুযোগ হারিয়েছিলেন কমনওয়েলথ গেমসের খেলায়। এরপর বাংলাদেশ দল আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি।
মারুফা আক্তার দলে একমাত্র নিয়মিত মুখ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ও জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন জাতীয় দলে খেলে। নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কৃষক বাবার মেয়ে মারুফা প্রিমিয়ার ক্রিকেট লিগে বিকেএসপির হয়ে ১১ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। পরে জাতীয় ক্রিকেট লিগে খেলেন সিলেট বিভাগের হয়ে। এখানেও তার নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ৭ ম্যাচে নেন ১৩ উইকেট। জাহানারা ও মারুফার অন্তর্ভুক্তিতে জাতীয় দল থেকে বাদ পড়েছেন ফারিয়া ইসলাম ও সুরাইয়া আজমিন। দলকে নেতৃত্ব দেবেন যথারীতি নিগার সুলতানা।
৮ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৮ দল খেলবে দুই গ্রুপে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রপে। গ্রুপে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও থাইল্যান্ড সরাসরি খেলছে বাছাইপর্ব। বাকি ৬ দল আঞ্চলিক বাছাইপর্ব খেলে এসেছে। দুই গ্রুপে সেরা চার দল খেলবে ফাইনালে। ফাইনালে উঠা দল দুইটি টিকিট পাবে বিশ্বকাপের মূল আসরে। সরাসরি মূল পর্বে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের প্রথম খেলা ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের দিন খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ২১ তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ‘বি’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিরই টলারেন্স ওভাল স্টেডিয়ামে।
বাংলাদশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
এমপি/এসএন