টস জিতে বোলিংয়ে পাকিস্তান

এক সপ্তাহের ব্যবধানে আবারও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের মতো সুপার ফোরেও দুই দল মুখোমুখি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও টস জিতলে আগে বোলিং করতেন বলে জানিয়েছেন। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে।
গ্রুপ পর্বে ভারত টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। পাকিস্তান আগে ব্যাট করে ১ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয়েছিল। ভারতের হারের মুখে পড়েও হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের করে নিয়েছিল। দুই দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বার মুখোমুখি হয়েছে। যেখানে জয়ের পাল্লা ভারতেরই ভারী বেশি। তারা জিতেছে আটবার। পাকিস্তান জিতেছে ২ বার। এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই ভারত জিতেছে।
পাকিস্তানের সেরা একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে পড়া শাহনেওয়াজ দাহানির পরিবর্তে মোহাম্মদ হাসনাইনকে নেওয়া হয়েছে। ভারতের দলে পরিবর্তন ৩টি। রবীন্দ্র জাদেজা ইনজুরির কারণে আগেই ছিটক পড়েছিলেন। সঙ্গে বাদ পড়েছেন দিনেশ কার্তিক ও আবেশ। সেরা একাদশে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে জয়ের নায়ক হার্দিক পান্ডিয়া। তার সঙ্গে আছেন দিপক হুদা ও রভি বিষ্ণুই।
এমপি/এসএন
