মুশফিকের অবসরে মাহমুদউল্লাহর হৃদয়ে রক্তক্ষরণ
এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান আরেকটি দ্বৈরথ। গ্রুপ পর্বের ম্যাচের মতো এই ম্যাচ নিয়েও বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই যথাসময়ে টিভি সেটের সামনে বসার জন্য দিনের ব্যস্ততা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছেন। বাংলাদেশের গণমাধ্যমেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। কিন্তু এরই মাঝে টিভির চ্যানেল পরিবর্তনের মতো ভারত-পকিস্তান ম্যাচেরও ‘চ্যানেল’ পরিবর্তন হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম।
ফেইসবুকে ঘোষণা দিয়ে তিনি জানান দিয়েছেন আর নয় আন্তর্জাতিক ক্রিকেট। বিদায়। তার এমন ঘোষণায় সবার দৃষ্টি পরিবর্তন হয়ে পড়ে। মুশফিকের সংবাদ প্রচার আর এ নিয়ে জানতে সাধারণ ক্রিকেটপ্রেমী ব্যস্ত হয়ে পড়েন। মুশফিকের সতীর্থতরাও সামজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন মুশফিক
কিছুদিন আগেও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। সম্পর্কে তিনি মুশফিকুর রহিমের ভায়রাও। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহর হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে মুশফিকের অবসরে। মুশফিকের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার এই ঘোষণা আমার জন্য হৃদয় বিদারক। তোমার টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যারিয়ার ও অর্জন প্রশংসীয়। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পেরে আনন্দিত হয়েছি। খেলার প্রতি তোমার নিবেদন যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণা যোগাবে।
মুশফিকুর রহিমের অবসরে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের অবস্থান নিয়ে আর দোলাচলে থাকতে হবে না নুরুল হাসান সোহানকে। এখন থেকে নিয়মিতই তিনি উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন। এমন কী হতে পারেন সাকিবের ডেপুটিও। সেই সোহান লিখেছেন, মাঠে ও মাঠের বাইরে আপনি সবসময়ই আমাদের অনুপ্রেরণা। টি-টোয়েন্টি অবসর আপনার শুভ হোক মুশফিকুর রহিম ভাই। আগামী দিনের জন্য শুভ কামনা।
এশিয়া কাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, আপনার আগামীর পথ চলা আরও সুন্দর হবে।’
বিপিএল মাতিয়ে জাতীয় দলে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ওপেনার মুনিম শাহরিয়ার। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আপনার অবদানের জন্য মুশফিকুর রহিম মুশি ভাইকে ধন্যবাদ। ওডি ও টেস্টের জন্য শুভকামনা।
অল্প কথায় পেসার তাসকিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ‘ধন্যবাদ টি-টোয়েন্টির লিজেন্ড মুশফিকুর রহিম।’
এমপি/এসএন