এশিয়া কাপ
আজ আরেকটি ভারত-পাকিস্তান যুদ্ধ
২২ গজে পাক-ভারত মহারণ। দেখা হয় না সেই কতোকাল! বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। যে ম্যাচের দিকে থাকা হয় লোভাতুর দৃষ্টিতে। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতা সেখানে দাড়ি টেনে দিয়েছে। তাইতো এখন চেয়ে থাকতে হয় আইসিসি কিংবা এসিসির আসরের দিকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশকে একই গ্রুপে পড়তে দেখা গিয়েছিল। তারপর ১০ মাসের বিরতি। এরপর এশিয়া কাপ খুলে দেয় দুরজা। দেখা হয় গ্রুপ পর্বে। আহ, কী দারুন উত্তেজনা আর রোমাঞ্চ ছিল ম্যাচ নিয়ে। যা পরে বহগমান ছিল ম্যাচেও। জয় পেয়েছিল ভারত। এই এশিয়া কাপই আবার এক সপ্তাহের ব্যবধানে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজ সুপার ফোরে দুই দেশ উত্তেজনার পারদ ছড়াবে।
গ্রুপ পর্বে ছিল সুপার ফোরে যাওয়ার লক্ষ্য। অবশ্য গ্রুপের তৃতীয় দল অপেক্ষাকৃত দুর্বল হংকং হওয়াতে দুই দেশেরই সুপার ফোরে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভবনা কমই ছিল। পরে হয়েছেও তাই। কিন্তু সুপার ফোরে দুই দলই গ্রুপ পর্বের মতো নির্ভার থাকতে পারবে না। কারণ এখন দৃষ্টি ফাইনালে। যেখানে তারা নিজেরা ছাড়াও শামিল আছে অপর গ্রুপ থেকে উঠে আসা দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তাই আজকের ম্যাচের জয়-পরাজয় ফাইনালে যাওয়া, না যাওয়ার পথে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জয়ী দলের সম্ভাবনার দ্বার খুলে যাবে অনেকটা। হেরে যাওয়া দল পড়বে মৃত্যুকূপে। তবে আয়োজকদের চাওয়া এই দুই দলই যেন ফাইনালে খেলে। তাহলে এক পক্ষের ব্যবধানে দেখা হয়ে যাবে তিন তিনবার। লক্ষণীয় বিষয় এশিয়া কাপের ফাইনাল মঞ্চ হয়নি কিন্তু এই দুই দলকে নিয়ে।
গ্রুপ পর্বে দুই দেশের লড়াই যেমন জমজমাট আর রূদ্ধশ্বাসে ভরা ছিল। হৃদপিন্ড উঠা-নামার মতো ম্যাচের ফলাফল উঠানাম করছিল। একবার পাকিস্তানের দিকে হেলে পড়ে তো আরেকবার ভারতের দিকে। পরে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হাসি হেসেছিল ভারতই ৫ উইকেটে ম্যাচ জিতে। আজও কী আরেকটি ধ্রুপদি ম্যাচ হবে? নাকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যেমন এক তরফা খেলে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল কোনও রকম উত্তাপ না ছড়িয়েই। তবে জয়-পরাজয় যাই হোক, ফলাফল যেন হয়ে থাকে উত্তেজনার পারদ মিশিয়ে।
এক সময় সপাক-ভারত খেলা নিয়ে বেশ উত্তেজনা ছড়াত মাঠের বাইরে। এর রেশ ছড়িয়ে পড়ত ক্রিকেটারদের মাঝে। ফলে ২২ গজ হয়ে উঠত আগ্নেয়গিরির মতো। এখন দুই দেশের দেখা-সাক্ষাৎ অনিয়মিত হয়ে পড়ায় সেই উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। খেলাই যেখানে হয় না, সেখানে আর উত্তেচনা থাকবে কী? তাই যখনই দেখা হয় তখন সেখানে একটা অলিখিত মৈত্রিয় বন্ধন তৈরি হয়। এটি বেশি হয় খেলোয়াড়দের মাঝে। তাইতো দেখা যায় বিরাট কোহলি জার্সি উপহার দেন হাসান রুউফকে। খোঁজ-খবর নেন ইনজুরিতে থাকা শাহীন আফ্রিদির। খুনসুটি করেন দুই অধিনায়ক বাবার আজম ও রোহত শর্মা। কিন্তু ২২ গজে আবার থাকে না এই মৈত্রী। সেটি কেউ চান না। এখানে সবাই চান দুই দলই তাদের সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। গোলা-বারুদ ছাড়া একটি অন্যরকম ‘যুদ্ধ’ উপহার দিবে। যে যুদ্ধে থাকবে না ধ্বংস লীলা। থাকবে উত্তজনার রসদ। যা পানে তৃপ্তির ঢেকুর তুলবেন ক্রিকেটপ্রমীরা।
আজ দুবাইয়ে রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে ভারত পাবে না তাদের গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানো ম্যাচে হার্দিক পান্ডিয়াকে দারুণ সময় দিয়ে ম্যাচে বিশেষ ভূমিকা রাখা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ইনজুরিতে তিনি ছিটকে পড়েছেন গোটা আসর থেকেই। তার পরিবর্তে অক্ষর প্যাটেলকে খেলানো হবে বলে শনিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দেন দলের কোচ রাহুল দ্রাবিড়। অপরদিকে পাকিস্তানও হারিয়েছে পেসার শাহনেওয়াজ দাহানিকে। তার পরিবর্তে কাকে খেলানো হবে তা জানানো হয়নি পাকিস্তান দলের পক্ষ থেকে।
এমপি/এসআইএইচ