অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেইসঙ্গে তারা মূল্যবান ১০টি পয়েন্ট আদায় করে নেয়।
এর আগে ১৫ ম্যাচের একটিতেও অজিদের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে। তবে শনিবার (৩ সেপ্টেম্বর) টাউন্সভিলে সিরিজের তৃতীয় ওয়ানডে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে খেলতে নেমে ৩ উইকেটে জিতেছে রেগিস চাকাভার দল।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে ছিল স্বাগতিকরা। ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নার ও মিডেল অর্ডার ম্যাক্সওয়েল ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। ফলে ১৪ চার ও ২ ছক্কায় ৯৬ বলে ওয়ার্নারের ৯৪ রান ও ৩ চারে ২২ বলে ম্যাক্সওয়েলের ১৯ রানে দলীয় স্কোর দাঁড়ায় ১৪১।
জিম্বাবুয়ের পক্ষে মাত্র ৩ ওভারে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নেন বার্ল। এছাড়া দুই উইকেট ব্রেড ইভান্স পান।
অস্ট্রেলিয়ার করা ১৪১ রানের জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালো পায় জিম্বাবুয়ে। ৩৮ রানের উদ্বোধনী জুটি এনে দেন কাইতানো ও মারুমা। এই জুটি ভাঙার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। তবে দলকে জয়ের পথে ফেরান অধিনায়ক রেজিস চাকাভা। ৭২ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত হওয়ার পর মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ৬৬ বল হাতে রেখে নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এসআইএইচ
