পেস বোলারদের নিয়ে সাকিবের হুঁশিয়ারি

আফগানিস্তানের বিপক্ষে ১২৭ রান করেও বোলারদের কল্যাণে যেমন বাংলাদেশ ম্যাচের সিংহভাগ সময় জয়ের পথে ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আবার শ্রীলঙ্কার বিপক্ষে আসরে অস্তিত্ব রক্ষার ম্যাচে ১৮৩ রান করেও ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচেও বাংলাদেশ সিংহভাগ সময় ম্যাচে শাসন করেছিল। দুইটি ম্যাচই হেরেছে ডেথ ওভারে গিয়ে। আফগানিস্তানের বিপক্ষে মোস্তাফিজ এক ওভারে ১৭ আর মোহাম্মদ সাইফউদ্দিন ২২ রান দিয়ে ম্যাচ হাতছাড়া করে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে এই কাজটি করেন এবাদত হোসেন ১৭ রান দিয়ে।
দলের সেরা বোলারকেই এসময় আক্রমণে নিয়ে আসেন কাপ্তান। কিন্তু এখানে পরপর দুটি ম্যাচেই তারা হতাশ করেন। দলের ভরাডুবির ষোলকলা পূর্ণ করেন। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সাকিব। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আগামীতে যারা ভালো করতে পারবে তারা থাকবে। যারা পারবে না তারা থাকবে না।
তিনি বলেন, ‘যেহেতু বিশ্বকাপের আগে আমাদের আরও চারটা ম্যাচ আছে নিউ জিল্যান্ডে। এটা আমাদের আরও সহায়তা করবে দেখতে। এটা একটা ভালো দিক যে আমরা প্রেসার সিচুয়েশনে কেমন বোলিং করি। এই ধরনের পিচে আপনার ১২ ওভার বোলিং করতেই হবে। আমি বলছি না যে করতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি ১২ ওভার আশা করেন তিন পেস বোলারের কাছ থেকে, এটলিস্ট ভালো ১০ ওভার। অন্যান্য দেশগুলো হয়তো ১৪, ১৫ ওভার পর্যন্ত পেস বোলিং আশা করে ভালো করার। সেখানে আমরা ১০ থেকে ১২ ওভার আশা করছি এবং এটা পেস বোলারদের ডেলিভারড করতেই হবে। যারা ডেলিভারড করতে পারবে তারা থাকবে, যারা করতে পারবে না তারা আসলে থাকবে না। খুবই সিম্পল হিসেবে এখানে।’
সাকিব আরও বলেন, ‘দুইটা ম্যাচে আমরা ৪ জন বোলারকে দেখতে পেরেছি। সামনে আরও চারটা ম্যাচ থাকবে। তারপর বিশ্বকাপ। আশা করছি এমন ৪-৫ জন বোলার পাব যারা বিশ্বকাপে আমাদের ১২, ১৪ ওভার পর্যন্ত দিবে। কারণ অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদের পেস বোলিংয়ের উপর অনেক বেশি বিশ্বাস রাখতে হবে। তো আমি আশাবাদী বিশ্বকাপ আসার আগে আমরা সেরকম বোলার পাব।’
এমপি/এসজি
