‘প্রমাণ হলো চাপের মুখে এখনো আমরা ভেঙে পড়ি’
টেস্ট মর্যাদা পাওয়ার পর আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের পথচলা নিয়মিত হয়। সময়ের হিসাবে ২২ বছর। কিন্তু এখনো চাপ সামলে নিতে পারছে না। চাপের মুখে ভেঙে পড়ছে। যার সর্বশেষ নজির শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। অধিনায়ক সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি প্রমাণ করে চাপের মুখে বাংলাদেশ কতটা ভেঙে পড়ে।
ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকে (গতকাল) যেহেতু প্রেসার ম্যাচ ছিল বোঝা গেল যে প্রেসারে আমরা এখনো কতটা ভেঙে পড়তে পারি। এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই ইম্প্রুভ করার একটি দিক আছে। আমি যেটা বললাম স্কিল ওয়াইজ হ্যাঁ অনেকে জায়গায় আছে। কিন্তু এরকম প্রেসার সিচুয়েশন বা প্রেসার টাইম আসলে ভেঙে পড়ি, চাপের সময় হেরে যাচ্ছি, এসব জায়গায় আমাদের ইম্প্রুভ করাটা খুবই জরুরি। আমরা যদি ৫০ ভাগ ম্যাচও জিততাম তাহলে আমাদের রেকর্ডটাও অনেক ভালো থাকত। বিশেষ করে টি-টোয়েন্টিতে।’
স্পিনারদের নো বল করাটাকে ‘ক্রাইম’ বলে উল্লেখ করে সাকিব বলেন, ‘নো বল টার্নিং পয়েন্ট তো হতেই পারে। কারণ ব্যাটসম্যান যখন আউট হয়ে গেছেন, তাও নো বল। পেস বোলাররা নো বল করেন। কিন্তু স্পিনাররা নো বল করা অবশ্যই ক্রাইম। নরমালি আমাদের স্পিনাররা কখনো এরকম নো বল করে না।’
এমপি/এসজি