বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

এবাদতে আশা, এবাদতেই হতাশা

টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না। যে কারণে এশিয়া কাপ নিয়েও কোনো আশা ছিল না। এমন কী সুপার ফোরে খেলাও! তারপরও খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, এমন কী সবাই মনে প্রাণে চাচ্ছিলেন অন্তত যেন সুপার ফোর খেলা যায়। তার জন্য প্রয়োজন ছিল শ্রীলঙ্কাকে হারানো। আবার একই সমীকরণ ছিল শ্রীলঙ্কারও। দুই দলের জন্য তাই খেলাটি ছিল ‘ডু অর ডাই’ ম্যাচ। এমন এক সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ দারুণ এক বাজি ধরেছিল। চার বছর আগে টি-টোয়েন্টি খেলা মেহেদী হাসান মিরাজ ও তিন বছর আগে খেলা সাব্বির রহমানকে একাদশে ফিরিয়ে আনার পাশাপাশি এবাদতের অভিষেকও করিয়ে দেয়। এই জুয়াতে বাংলাদেশ প্রায় জিতেই গিয়েছিল।

সাব্বির রহমান শুরুতেই ৫ বলে ৬ রান করে আউট হয়ে গেলেও তার অ্যাপ্রোচ ছিল প্রশংসনীয় আক্রমণাত্মক। তিন বছর পর খেলতে নেমে প্রথম বলেই প্যাডেল সুইপ করা ছিল অনেক সাহসীকতার পরিচয়। মেহেদী হাসান মিরাজ তো খেলেন ২৬ বলে দুইটি করে চার ও ছয় মেরে ৩৮ রান। বাকি থাকেন এবাদত। সেখানে তার হাত ধরেই বোলিংয়ে বাংলাদেশ পেয়েছিল প্রথম জোড়া সাফল্য।

এবাদত তার প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন। পরের ওভার আবারও আঘাত। দুই ওভারে ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। এই তিনটিই ছিল বাংলাদেশের প্রথম ৩ উইকেট। ফলে লঙ্কানদের উড়ন্ত সূচনায় ভাট পড়ে। বিনা উইকেটে ৪৫ রান থেকে দলের রান দাঁড়ায় ৩ উইকেটে ৬৭। ম্যাচ পুরোই বাংলাদেশের গ্রিপে। কিন্তু সেই এবদাত আবার যখন আক্রমণে ফিরে আসেন, তখন তার সেই ক্ষুরধার বোলিং আর থাকেনি।

প্রথম ৩ উইকেটই তিনি পেয়েছিলেন শট বল থেকে। ফিরে এসেও সেই শট বল করেন। এখানে তিনি তাল হারিয়ে ফেলেন। শট বলগুলো হয়ে যাচ্ছিল ওয়াইড। তৃতীয় ওভারেই দেন দুইটি ওয়াইড। সঙ্গে একটি নো বল। রান দেন ২২। পরের ওভারে আবারও একটি করে নো ও ওয়াইড বলসহ ১৭ রান দেন ১৭। প্রথম দুই ওভারে ১৩ রানে ৩ উইকেট। পরের দুই ওভারে ৩৯ রানে শূন্য উইকেট। এভাবেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত অভিষেক ম্যাচে দেখে ফেলেন মুদ্রার দুই পিঠই। এমনটি হওয়ার কারণ হিসেবে সাকিব মনে করেন অভিজ্ঞতার অভাব।

তিনি বলেন, ‘দেখুন এবাদতের জন্য যেটা হয়েছে, আমার ধারণা এ রকম প্রেসারে সে আগে কখনো খেলেনি। দিস ইজ দি ফার্স্ট টাইম অভিষেক। ওডিআই একটা/দুইটা খেলেছে। টেস্ট খেলেছে রেগুলার। কিন্তু এ রকম প্রেসার গেম এ রকম বড় স্টেজে তার জন্য প্রথম ছিল। তাই ওর অনেক কিছু শেখার আছে।’

এবাদতের প্রশংসা করে সাকিব বলেন, ‘প্রথম দুই ওভার যেভাবে বল করেছে আমাদের পুরো ম্যাচেই এনে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবে আমরা ভেবেছি যে আজ ওর দিনটা যেতে পারে বা ওই আমাদের সবথেকে ভালো বোলার হবে। এটা প্রত্যাশাই করা যায়, যেহেতু একটা বোলার প্রথম দুই ওভারে তিনটা উইকেট নিয়ে দিয়েছে। তার রিদম ভালো থাকবে। সে অনেক পজেটিভ অবস্থায় থাকবে। মেন্টালি অনেক ভালো অবস্থায় চলে আসে এ রকম পরিস্থিতিতে। কিন্তু আনফরচুনেটলি হয়নি। আমরা ধারণা অনেক কিছুই সে এই ম্যাচ থেকে শিখতে পারবে।’

এমপি/এসএন

Header Ad
Header Ad

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুই সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

সংস্কার কমিশনের প্রতিবেদন কী রয়েছে- তা নিয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল।

গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছিলেন, আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু আমরা আমাদের কাজের কারণে পারিনি। কারণ আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে আমরা কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে। এখন এর বাইরে আমি কিছু জানাতে পারব না।

গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে সরকার। পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। ৩ মাসের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন হস্তান্তর করতে বলা হয়। এরপর তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় বেঁধে দেওয়া বর্ধিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদনটি জমা দেওয়া হলো।

অন্যদিকে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয় ৩ অক্টোবর।

Header Ad
Header Ad

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চালক। একজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা এক তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বলেও জানা গেছে।

এবার জনগণ কেমন দল চায় জানিয়ে মতামত চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে হাসনাত লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!’

একটি ফরম পূরণ করার বিষয়ে তিনি বলেন, ‘আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের