লেস্টারকে হারিয়ে ম্যানচেস্টারের টানা তৃতীয় জয়
লেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ১-০ গোলে জিতে এরিক টেন হাগের দল।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। গুছিয়ে উঠতে একটু সময় নিলেও ম্যাচের ২৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে পাওয়া বল ডি-বক্সে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। ছুটে গিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে প্রতিপক্ষের জালে বল পাঠান স্যানচো।
এরপরে ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ আসে ম্যানচেস্টারের সামনে। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে স্যানচোর নেওয়া শট ঠেকিয়ে দেন লেস্টারের এক ডিফেন্ডার। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যেতে হয় এরিক টেন হাগের শিষ্যদের।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক দাভিদ দে হেয়ার দুর্দান্ত সেভে বেঁচে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ গজ দূর থেকে লেস্টারের জেমস ম্যাডিসনের ফ্রি কিক ঝাঁপ দিয়ে ফেরান তিনি।
৬৮তম মিনিটে স্যানচোর জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামান টেন হাগ। ৮২তম মিনিটে বক্সে এই পর্তুগিজ তারকার পাস থেকে পাওয়া বল জালের বাইরে মারেন র্যাশফোর্ড। তার একটু পর ওভারহেড কিক গোলে পরিণত করতে পারেননি রোনালদোও।
বাকী সময়ে কয়েকটি হাফ চান্স পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। অপরদিকে এরিক টেন হাগের শিষ্যরাও ব্যবধান বড় করতে না পারলেও একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। আর সমান ম্যাচে এক ড্র ও চার পরাজয়ে সবার নিচে চলে গেল লেস্টার।
এসআইএইচ