মিরাজ-সাব্বির কী ট্রাম্প কার্ড!
কী হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে? কোন পথে যাচ্ছে দেশের ক্রিকেট? টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর পরও দেশের ক্রিকেট ছন্ন ছাড়া অবস্থা। নেই সঠিক পরিকল্পনা। পাইপলাইনে নেই মান সম্পন্ন ক্রিকেটার। জাতীয় দল সাজাতে রাখা হচ্ছে না কোনো মানদণ্ড। সেরা একাদশ নামানো হচ্ছে অনেকটা জোড়তালি দিয়েই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথাই ধরা যাক।
মোাহম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ নাঈম শেখকে সেরা একাদশে নামিয়ে দেওয়া হয়। দুই জনেই দলে এসেছেনস ওয়ানডে ম্যাচ খেলে। ফলাফল যা হবাব তাই হয়েছে। দুই জনেই ব্যর্থতার চূড়ান্ত মাসুল দেন। একই কাজ করা হচ্ছে এনামুল হক বিজয়ের ক্ষেত্রে। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক অতিক্রম করা এই ব্যাটসম্যানকে সবার আগে নামিয়ে দেয়া টেস্ট ক্রিকেটে। সেখানে ব্যর্থ। পরে টি-টোয়েন্টিতে।
একাধারে খেলে ফেলেছেন সাতটি ম্যাচ। সাকুল্যে রান মাত্র ৯০। অথচ ওয়ানডে খেলতে নেমে করেছিলেন ৭৩, ২০ ও ৭৬। এদের ব্যর্থতায় নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কিন্তু তাদের পরিবর্তে খেলাবেন কাদের?
এশিয়া কাপের গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশ এই আসরে দাঁড়িয়ে আছে মৃত্যুকুপে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিততেই হবে আসরে টিকে থাকতে হলে। হারলেই রিটার্ন টিকিট হাতে ধরিয়ে দেওয়া হবে। এ রকম অবস্থা কঠিন এই পরিস্থিতি পার হওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে নতুন করে। তাদের এই ভাবনায় যে সব নাম বাতাসে ভাসছে, সেখানেও আছে চমক! সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজকে সেরা একাদশে রেখ দুই জনকেই ইনিংস উদ্বোধন করাতে পাঠানো হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে তারা সফল হবেন কতোটুকু?
কারণ, নিকচট অতীতে দুই জনেই সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। মিরাজ খেলেছেন ২০১৮ সালের ২২ ডিসেম্বর উইন্ডিজের বিপক্ষে। সাব্বিরের শেষ ম্যাচও ছিল মিরাজের কাছকাছি সময় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর। মিরাজ মোট ম্যাচ খেলেছেন মাত্র ১৩টি। রান করেছেন ৯৪। সর্বোচ্চ ১৯। সাব্বির অবশ্য ম্যাচ খেলেছেন মিরাজের চেয়ে অনেক বেশি ৪৪টি। রান করেছেন সর্বোচ্চ ৮০ রান।
স্টোক শূন্য। তাই এই দুইজনকে অনেকটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে যদি তাদের খেলানো হয়। যখন কাউকে দিয়ে হচ্ছে না, একটা ঝুঁকি নেওয়া যেতেই পারে।
আজকের ম্যাচ জেতার জন্য দলের বোলিং আক্রমণেও পরিবর্তন আসতে পারে পেসার একজন কমিয়ে বাড়ানো হতে পারে স্পিন আক্রমণ। খেলানো হতে পারে নাসুম আহমেদকে।
এমপি/এমএমএ/