হংকংকে হারিয়ে সুপার ফোরে ভারত
হংকংকে ৪০ রানে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে ভারত। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে। জবাব দিতে নেমে হংকং ৫ উইকেটে ১৫২ রান করে। ভারতের এটি ছিল দ্বিতীয় খেলা। প্রথম খেলায় তারা পাকিস্তানকে হারিয়েছিল ৫ উইকেটে। হংকংয়ের এটি ছিল প্রথম খেলা। পাকিস্তানের বিকক্ষে ২ সেপ্টেম্বর তাদের শেষ খেলা। সেই খেলায় যে দল জিতবে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার উঠবে। সুপার ফোরে প্রথম দল ছিল ‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তান।
বাছাই পর্ব খেলে আসা হংকং ভারতকে বেশ চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল। প্রথমেই সাহস দেখিয়েছিল টস জিতে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন সমৃদ্ধ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে। সেখনে তারা বেশ সফলও ছিল। ভারতকে রেখেছিল চাপে। ১০ ওভার শেষে ভারতের রান ছিল ২ উইকেটে মাত্র ৬৫। সেখানে পরের ১০ ওভারে রান আসে কোনো উইকেট না হারিয়ে ১২৮। শেষ ৫ ওভারে সংগ্রহ হয় ৮৭ রান। আর এই তাণ্ডব করেন মূলত ভারতের ব্যাটিং লাইনের নতুন সেনশেসন সূর্যকুমার যাদব। তিনি মাত্র ২৬ বলে ছয়টি করে চার ও ছক্কা মেরে করেন অপরাজিত ৬৮ রান। ষষ্ঠ ফিফটি করেন ২২ বলে। তার সঙ্গে বিরাট কোহলি অপরাজিত থাকেন ৫৯ রান করে। কিন্তু তিনি বল খেলেন ৪৪ বলে। কোহলির এটি ৩১তম ফিফটি। দুইজনে তৃতীয় উইকেট জুটিতে ৭ ওভারে যোগ করেন ৯৮ রান। এর আগে অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে ২১ ও লুকেশ রাহুল ৩৯ বলে ৩৬ রান করেন। হংকংয়ের মোহাম্মদ গজনফর ১৯ ও আয়ূশ শুকলা ২৯ রানে একটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে হংকং বিশাল রানের পেছনে ছুটে আর পারেনি। তবে তারা চেষ্টা করেছে। পাওয়ার প্লেতে সংগ্রহ করে ২ উইকেটে ৫১ রান। এরপর আর রানের এই স্রোত ধরে রাখতে পারেনি। ক্রমেই পিছিয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত তারা ৫ উইকেটে সংগ্রহ করে ১৫২ রান। দলের পক্ষে বাবর হায়াত ৪১, কিঞ্চিত শাহ ৩০, জিশান আলী অপরাজিত ২৬ রান করেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং,রবীন্দ্র জাদেজা ও আবেশ খান।
এমপি/এসএন