নেতৃত্ব ফিরে পেয়েই টস জিতে ব্যাটিংয়ে সাকিবের বাংলাদেশ

এবারের এশিয়া কাপে প্রথম দুইটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। টস জিতে দুই দলই আগে ফিল্ডিং বেছে নিয়ে পরে ম্যাচও জিতেছে। আজকের ম্যাচের ভেন্যু শারজাহ। যেখানে মরুর বুকে প্রথম ফুটে ছিল ক্রিকেটের ফুল। এখন সেখানে খেলা হয় মাঝে মাঝে।
আজ মঙ্গলবার বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে আছে ফুরফুরে মেজাজে। সেখানে বাংলাদেশের অবস্থা খুবই মলিন। সেই মলিনতা কাটাতে চাই আফগান বধ। সেই বধ করার মিশনে টসের খেলায় জিতে গেছে বাংলাদেশ। নতুন করে ফিরে পাওয়া নেতৃত্ব নিয়েই সাকিব জেতে গেছেন মুদ্রা নিক্ষেপণে।
টস জিতে সাকিব সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিং করার। এর আগে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ একটিতেও টস জিততে পারেনি। দুটিতে নুরুল হাসান সোহান ও একটিতে মোসাদ্দেক হোসেন সৈকত টস করেছিলেন। প্রতিটিতে হেরে আগে ব্যাট করতে হয়েছিল বাংলাদেশকে। সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।
গত বছর শারজাহতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিততে না পারলেও উইন্ডিজের বিপক্ষে টস জিতেছিল।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশ ৮ ম্যাচ খেলে জিতেছিল ৩টিতে। বাকি ৫টিতে মেনেছিল হার।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ।
এমপি/এসজি
