রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘জাগো বাহে, কোনঠে সবায়?’

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দল যেন সৈয়দ শামসুল হকের ‘নুরুলদীনের সারা জীবন’ কাব্যনাট্যে! ২২ গজে বাংলাদেশের প্রতিপক্ষ সবাই যেন দেবী সিং। নুরুলদীনের কাব্য নাট্যে ব্রিটিশদের শোষন আর লুন্টনের সহযোগী ওয়ারেন হেস্টিংসের প্রিয়জন দেবী সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সবাইকে জাগিয়ে তুলে রুখে দাঁড়িয়েছিলেন নুরুলদীন। ২২ গজে আজ একই অবস্থা বাংলাদেশেরও।

দেবী সিং নামক প্রতিপক্ষের কাছে হারছে তো হারছেই! এর শেষ কোথায়? হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর পেছনে যাওয়ার উপায় নেই। হয় রুখে দাঁড়াতে হবে, না হলে অস্তিস্ত বিপন্ন বা হুমকির মুখে পড়বে? কে হবেন এখানে নুরুলদীন? কে করবে বিদ্রোহ? নুরুলদীন পেরেছিলেন। সাকিবরা কী পারবেন ‘জাগো বাহে কোনঠে সবায়’।

বাংলাদেশের সামনে আজ দেবী সিং হয়ে আছে আফগানিস্তান। বাংলাদেশকে অত্যাচার করার জন্য অস্ত্র ধার দিচ্ছেন রশিদ খান, মুজিবুর রহমান, ফজল হক ফারকী, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, রহমতউল্লাহ গুরবাজরা। কিন্তু বাংলাদেশের অস্ত্রগুলো ভোতা হয়ে গেছে। সেগুলোকে নতুন করে শান দেওয়া হচ্ছে। কামার হিসেবে নিয়ে আসা হয়েছে শ্রীধরন শ্রীরামকে।

তিনি মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, মুশফিক, নাসুম, এনামুল, মিরাজদের শানিত করে তুলার জন্য সময় পেয়েছেন মাত্র এক সপ্তাহ। যতটুকু ধারাল হবে তাই দিয়ে আঘাত হানতে হবে। গড় তুলতে হবে প্রতিরোধ। সবাইকে এক সুতোয় গাঁথার জন্য উদ্দীপনা যোগাতে নেতৃুত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞতায় ঝুলিতে ভরপুর থাকা সাকিবের কাঁধে।

টি-টোয়েন্টিতে এমনিতেই বাংলাদেশ খুব ভালো খেলতে পারে না। কিন্তু এই জিম্বাবুয়ের কাছে হারের পর বিষয়টি যেন খুব মোটা দাগে সামনে চলে আসে। এতদিন পায়ের তলার মাটি ছিল,তবে নড়বড়ে। জিম্বাবুয়ের কাছে হারের পর থেকে সেই মাটিও সরে গেছে। শূন্যে ভাসছে বাংলাদেশ। যে কারণে এশিয়া কাপের শেষ দুই আসরের (২০১৬ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে) যেখানে বাংলাদেশ রানার্সআপ, সেখানে এবার তারা সুপার ফোরে খেলারও নিশ্চয়তা দিয়ে যেতে পারেনি।

অধিনায়ক সাকিব সুপার ফোরে খেলা উচিত বলে দেশ ছাড়ার আগে জানিয়ে গেছেন। তাই বাংলাদেশের প্রয়োজন এখন পায়ের নিচে মাটি জোগাড় করা। আফগানিস্তানকে দিয়েই শুরু করতে হবে সেই কাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান যে দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছে, তাতে করে বাংলাদেশের লক্ষ্য পূরণ উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতোই হয়ে উঠেছে। আফগানরা যে ঢেউ তুলবে, সেই ঢেউ সাঁতার কাটা কী সম্ভব হবে সাকিব বাহিনীর? দুই দলের মুখোমুখি লড়াইয়ে আবার এগিয়ে আফগানরাই। ৮ বারের মাঝে তাদের জয় পাঁচটিতে। বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতেই। কিন্তু এ সব পুরোনো হিসেব বাদ দিয়ে জয় পেতে মরিয়া লাল-সবুজের সৈনিকেরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় দূর্বলতার নাম রান খরা। গত বছর এই মরুর বুকেই বাংলাদেশ টি-টোয়েন্টি ব্শ্বিকাপের মূল পর্বে গিয়ে জিততে পারেনি কোনো ম্যাচ। শেষ দুই ম্যাচে আবার শতরানের নিচে অলআউট হয়েছিল। এবারের এশিয়া কাপেও দেখা যাচ্ছে রান খরা। যে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছ তাতে আগে ব্যাট করা দল করেছে যথাক্রমে শ্রীলঙ্কা ১০৫ ও পাকিস্তান ১৪৭।

দুই দলই অলআউট হয়েছে। আবার দুই ম্যাচেই পরে ব্যাট করা দল জয়ী হয়েছে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে। আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহতে। যেখান থেকে শুরু হয়েছিল মরুর বুকে ক্রিকেটে পদচারণা। যদিও শারজাহ এখন মরুর বুকে ক্রিকেটের জন্য অপাংক্তেয় হয়ে উঠেছে। খেলা হয় কালে-ভাদ্রে। ২০১৮ সালের ওয়ানডে এশিয়া কাপে কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি শারজাহতে।

বাংলাদেশ দল দুবাই যাওয়ার পর অনুশীলন সেখানেই করেছে। পিচ আর কন্ডিশন বুঝতে সোমবার বিকালের দিকে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গিয়েছিলেন শারজাহতে। সেটা দেখে তারা কী বুঝতে পেরেছেন তা বুঝা যাবে আজ?

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলা ম্যাচে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ ইনজুরি ও ফর্মের কারণে দলেই নেই। তাই বাংলাদেশের সেরা একাদশে আজ অনেক ওলট-পালট হতে পারে। তিনটি পরিবর্তন তাই অবধারিত। চারটিও হতে পারে। সাকিব-মুশফিকের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের যেকোনো দুই জনের খেলার সম্ভাবনা বেশি।
পরিবর্তনের শুরুটা ওপেনিং জুটি দিয়ে। এনামুল হক বিজয় আর মোহাম্মদ নাঈম শেখ, না অন্য কেউ এ নিয়ে বেশ মাথা ঘামাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আফগান বোলিং আক্রমণের কথা বিবেচনা করে এক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা পারভেজ হোসেন ইমনকে নিয়ে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কমই।

জিম্বাবুয়ের বিপক্ষে তিনে ব্যাটিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি এবার দলেই নেই। তিনে ব্যাট করবেন সাকিব। পিচ না দেখার কারণে বাংলাদেশের সেরা একাদশে পেসার তিনজন, না স্পিনার তিনজন তার ধারনা পাওয়া যায়নি। হাসান মাহমুদের পরিবর্তে মোস্তাফিজের সঙ্গে হাত ঘুরাতে পারেন এবাদত ও তাসকিনের যে কেউ। স্পিনার তিন জন খেলালে সাকিবের সঙ্গে নাসুম আর মোসাদ্দেকে। প্রয়োজনে হাত ঘুরাতে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে। এমন কি আফিফকেও।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে এক চাঞ্চল্যকর ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সাত দিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়।

অভিযোগ, মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ২৩ জন যুবক ওই তরুণীকে ধর্ষণ করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে, এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নির্যাতিতা তরুণী একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং নিয়মিত দৌড়ের অনুশীলনের জন্য বারাণসীর ইউপি কলেজে যেতেন। পুলিশের তদন্তে জানা গেছে, গত ২৯ মার্চ তিনি এক বন্ধুর সঙ্গে পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তরুণীর অভিযোগ, কথোপকথনের সময় একজন যুবক তাঁর পানীয়তে গোপনে মাদক মিশিয়ে দেয়। মাদকের প্রভাবে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা তাঁকে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সাত দিন ধরে একের পর এক ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন তরুণীর পূর্বপরিচিত ছিলেন, যার মধ্যে তাঁর সামাজিক মাধ্যমের বন্ধু এবং সহপাঠীরাও রয়েছেন।

ঘটনার পর থেকে তরুণী নিখোঁজ ছিলেন। ৪ এপ্রিল তাঁর খোঁজ মেলে, এবং ৬ এপ্রিল তাঁর পরিবার থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই ঘটনা বারাণসীসহ গোটা উত্তরপ্রদেশে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। নির্যাতিতার পরিবার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অব্যাহত রয়েছে, এবং এই মামলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বরুণা এলাকার ডিসিপি চন্দ্রকান্ত মীনা বলেন, ‘‘তরুণী প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ৪ এপ্রিল তাঁকে খুঁজে পাওয়া যায়। এর পর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা।’’ অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

Header Ad
Header Ad

বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন নামে আরও এক যুবক।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পল্লবী (দোয়েল মোড়) এলাকায়।

নিহত হাসান আলী পৌর শহরের থানাপাড়া (লিচু বাগান) এলাকার বাসিন্দা মিলন হোসেনের ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিচ্ছিল বলে জানিয়েছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে হাসান আলী ও তার বন্ধু নাঈম শহরে ঘুরতে বের হয়। তারা যখন পল্লবী মোড় এলাকায় পৌঁছায়, ঠিক তখন গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী রাস্তায় ছিটকে পড়ে এবং পিকআপের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আহত নাঈম হোসেন পৌর শহরের একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ শিক্ষার্থী হাসানের অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে সক্রিয় যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকালে মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় ওই যুবলীগ কর্মীকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
হাতিরঝিলে যুবদল নেতার ওপর হামলা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে
আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় হাজির বর