বাংলাদেশের মানুষের আবেগ টের পেয়েছেন শ্রীরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয়। এখন পার করছে আরও বাজে সময়। জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের কাছেও সিরিজ খুইয়ে এসেছে।
এদিকে, আবার আফগানিস্তান এই ফরম্যাটে অনেক বেশি শক্তিশালী। তাদের শক্তির ধরন বুঝতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি। ১০৫ রান টপকে গিয়ে ৫ উইকেট ও ৯.৫ ওভার হাত রেখেই।
তাদের বোলারদের যেমন লঙ্কান ব্যাটসম্যানরা খেলতে পারেন, তেমনি আবার তাদের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেন আফগান ব্যাটসম্যানরা। এবার সেই আফগানদের সামনে বাংলাদেশ। দুই দেশের মুখোমুখি লড়াইয়ে আফগানরা এগিয়ে। মোট ৮ বারের লড়াইয়ে আফগানদের জয় পাঁচবার, বাংলাদেশ জিতেছে তিনবার।
ক্রিকেটে যতোই বাংলাদেশ দুঃসময় পার করুক না কেন, মানুষের আগ্রহ কিংবা ভালোবাসাতে মোটেই ঘাটতি নেই। নতুন কর্ আশার বেলুন আবার উড়ায়। এবারে এশিয়া কাপ নিয়ে দেশ ছাড়ার আগে দলনায়ক সাকিব আল হাসান তেমন কোনো আশার বাণী শুনিয়ে যাননি। শুধু জানিয়েছিলেন সুপার ফোরে খেলা উচিত। তারপরও মানুষের ব্যাপক আগ্রহ।
বাংলাদেশে এসে শ্রীধরন শ্রীরাম দুইদিনও ছিলেন না। কিন্তু এরই মাঝে টের পেয়ে গেছেন বাংলাদেশের মানুষের আবেগের কথা। বিমানবন্দরে দেখেছেন সমর্থকদের উপস্থিতি।
এ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুসের আবেগ সত্যিই অবিশ্বাস্য। আমি ঢাকায় এসে টের পেয়েছি। আমাকে যেভাবে বরন করে নেয়া হয়েছে তা অতুলনীয়। মানুষের প্রত্যাশা খুব বেশি। অনেকটা আমাদের ভারতের মতো। তারা ক্রিকেট শ্বাস নেয়, ক্রিকেটেই জীবনযাপন করে। আমি এ সব অভ্যস্ত।’
মানুষের এই আবেগ আর ভালোবাসাকে সম্মান জানাতে চান শ্রীথরন শ্রীরাম। ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে চান।
তিনি বলেন, ‘ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য যতটা সম্ভব দলকে সেরা হিসেবে প্রস্তুত করতে চাই। খেলোয়াড়রা যাতে করে নিজেদের সেরাটা দিতে পারে । আমরা প্রত্যাশাও সে রকম। শুরুটা দুর্দান্ত করতে চাই।‘
এমপি/এমএমএ/
