শ্রীরামের অন্ধকারে ঢিল!

বাংলাদেশের প্রথম খেলা আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে। দুবাইতে দেল গিয়েছে ২৩ আগস্ট। কিন্তু এ কয়দিন একবারের জন্যও দল সেখানে গিয়ে অনুশীলন করেনি। কিংবা টিম ম্যানেজমেন্টের কেউ শারজাহতে যাননি। যে কারণে দেখা বা বুঝা হয়নি শারজাহর উইকেট বা কন্ডিশন।
অথচ দুবাইয়ে সোমবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামকে শারজাহর উইকেট আর কন্ডিশন নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শারজাহতে না গেলেও সেখানে অনেকবার খেলা হয়েছে। আমাদের ধারনা আছে শারজাহ উইকেট নিয়ে। সেখানে কী প্রত্যাশা করা যায় তাও আমাদের জানা আছে।’
শারজাহতে অনুশীলন করতে না পারাতে দলের জন্য ভালোই হয়েছে বলে জানান শ্রীরাম। তিনি বলেন, ‘শারজাহর অনুশীলনের ব্যবস্থা খুব একটা ভালো নয়। সেখানে কোন অনুশীলন না রাখাতে ভালোই হয়েছে। দুবাইতে প্রতিদিন অনুশীলন করতে আমরা খুশি। এখানকার সুযোগ সুবিধা খুবই ভালো।’
আফগানিস্তান দলের পাশাপাশি শারজাহ নিয়েও শ্রীরাম হোম ওয়ার্ক করেছেন। ছক কষে রেখেছেন।
তিনি বলেন, ‘খেলোয়াড়রা জানে তাদের কী করতে হবে। তাদের নিজ নিজ ভুমিকা সমন্ধে তারা অবগত। আমার শারজাহ যাওয়ার পর প্রথমে সেখানকার কন্ডিশন পর্যবেক্ষন করব। এরপর আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’
এমপি/এমএমএ/
