টস জিতে বোলিংয়ে আফগানিস্তান

আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের পর্দা উঠছে আজ। দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
টি-টোয়েন্টিতে দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছে। যেখানে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকটে ১৫৩ রান করেছিল। শ্রীলঙ্কা সেই রান তাড়া করেছিল ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে। তিলকরত্নে দিলশান ৮৩ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। সেই ম্যাচে খেলা আফগানিস্তানের দুজন আছেন আজকের ম্যাচেও। মোহাম্মদ নবী অধিনায়কত্ব করছেন। তার সঙ্গে আছেন রশিদ খান। কিন্তু শ্রীলঙ্কার সেই ম্যাচে খেলা একজনও নেই আজকের ম্যাচে।
এশিয়া কাপে শ্রীলঙ্কা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তান এখন পর্যন্ত ফাইনালই খেলতে পারেনি।
এমপি/এসজি
