এশিয়া কাপ: ভারত-পাকিস্তানের বৈরিতার ঊর্ধ্বে
এশিয়া কাপ বিশ্ব ক্রিকেটের জন্য অন্য রকম এক তৃপ্তির সংবাদ। কারণ রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া বন্ধ। একমাত্র আইসিসির আসর আর এই এশিয়া কাপই তাদের দেখা হওয়ার মঞ্চ।
এশিয়া কাপ যেন একটু বেশিই। কারণ, বিশ্বকাপে দুই দেশের দেখা হওয়ার সম্ভাবনা নিশ্চিত না। অনেকটা গ্রুপিংয়ের উপর নির্ভর করে। কিন্তু সেখানে এশিয়া কাপে দেখা মিলেই। সেটা একবার নয়, দুইবারও হয়ে যায়। এসিসি এমনভাবে গ্রুপিং আর ফরম্যাট তৈরি করে, যেখানে দুই দলের মুখোমুখি হওয়া ছাড়া উপায় থাকে না।
ছয় দলের আসর। সেখানে ভারত-পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়। এক গ্রুপে রাখা মানেই দুই দলের মুখোমুখি অবধারিত। আবার ফরম্যাটেও এমনভাবে করা হয় যাতে করে গ্রুপ পর্বের পর রাখা হয় সুপার ফোর। দুই গ্রুপের সেরা চার দল খেলে এখানে। ভারত-পাকিস্তানের গ্রুপে রাখা হয় বাছাই পর্বের একটি দলকে। তার মানে পাকিস্তান-ভারতের সুপার ফোরে যাওয়া নিশ্চিত।
ফলে সুপার ফোরে আবার দেখা মিলে। ফাইনালে খেলে সুপার ফোরের সেরা দুই দল। এখানে দুই চির প্রতিদ্বিন্দ্বি সেরা অবস্থানে থাকলে ফাইনালেও তাদের দেখা হয়ে যেতে পারে। যদিও এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৪ বারের আসরে একবারও ফাইনালে মুখোমুখি হতে পারেনি। তাই বলে যে এবার হবে না তা কিন্তু নয়।
এশিয়া কাপের নতুন এই ফরম্যাট গত আসর থেকে। সেই আসরে দুই দল মুখোমুখি হয়েছিল দুইবার। দুইবারই জিতেছিল ভারত। কিন্তু পাকিস্তান আর ফাইনালে যেতে পারেনি। ফাইনালে ভারতের সঙ্গি হয়েছিল বাংলাদেশ।
এশিয়া কাপের আকর্ষণ বাড়াতে এবারও দুই দল খেলবে একই গ্রুপে। ‘এ গ্রুপে তাদের সঙ্গী বাছাই পর্ব খেলে আসা হংকং। গতবারও হংকংই ছিল তাদের গ্রুপে। এবার আকষর্ণের কেন্দ্র বিন্দুতে যোগ হয়েছে নতুন মাত্রা। দুই দলই পরস্পরের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। দুই দল এভাবে নিজেদের ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। দুবাইতে ২৪অক্টোবর ‘বি’ গ্রুপে দুই দলের ম্যাচ ছিল আবার গ্রুপেরও প্রথম ম্যাচ। আইসিসির যেকোনো আসরে পাকিস্তানের বিপক্ষে ভারতেরই জয়ের পাল্লা ভারি থাকে বেশি। কিন্তু সেই আসরে পাকিস্তান ভারতকে নাস্তানাবুদ করে ছাড়ে ১০ উইকেটে ম্যাচ জিতে। ভারতের ৭ উইকেটে করা ১৫১ রান পাকিস্তান পাড়ি দিয়েছিল ১৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে দুই দেশের মুখোমুখি হওয়া ছাড়াও সুপার ফোরেও দেখা হওয়া এক প্রকার নিশ্চিত। আর কে জানে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালেও দেখা হয়ে যেতে পারে দুই দলের?
এশিয়া কাপ-২০২২ সূচি
গ্রুপ-এ গ্রুপ-বি
ভারত বাংলাদেশ
পাকিস্তান শ্রীলঙ্কা
’হংকং আফগানিস্তান
তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৭-০৮-২২ আফগানিস্তান-শ্রীলঙ্কা রাত ৮টা দুবাই
২৮-০৮-২২ ভারত-পাকিস্তান রাত ৮টা দুবাই
৩০-০৮-২২ বাংলাদেশ-আফগানিস্তান রাত ৮টা শারজাহ
৩১-০৮-২২ ভারত-হংকং রাত ৮টা দুবাই
০১-০৯-২২ বাংলাদেশ-শ্রীলঙ্কা রাত ৮টা শারজাহ
০২-০৯-২২ পাকিস্তান-হংকং রাত ৮টা দুবাই
সুপার ফোর
০৩-০৯-২২ বি-১ বনাম বি-২ রাত ৮টা শারজাহ
০৪-০৯-২২ এ-১ বনাম এ-২ রাত ৮টা দুবাই
০৬-০৯-২২ এ-১ বনাম বি-১ রাত ৮টা দুবাই
০৭-০৯-২২ এ-২ বনাম বি-২ রাত ৮টা দুবাই
০৮-০৯-২২ এ-১ বনাম বি-২ রাত ৮টা দুবাই
০৯-০৯-২২ এ-২ বনাম বি-১ রাত ৮টা দুবাই
ফাইনাল
১১-০৯-২২ সুপার ফোর- ১ বনাম সুপার ফোর-২ রাত ৮টা দুবাই
এমপি/এমএমএ/