চুক্তি করে ধারাভাষ্যকারের চাকরি হারালেন জনসন

বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করায় ধারাভাষ্যকারের চাকরি হারালেন সাবেক অজি ফাস্ট বোলার মিচেল জনসন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে এবিসি রেডিওর ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না তাকে।
খবরে জানা গেছে, বেট নেশন নামের একটি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন জনসন। তবে এবিসি রেডিওর নীতি অনুযায়ী, চুক্তিতে থাকা অবস্থায় কোনও বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। যদিও অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী বেটিং বা জুয়া বৈধ। তার পরও জনসনের বেলায় কেন এমন হলো? তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের হয়ে ৩১৩টি উইকেট নেওয়া এই ফাস্ট বোলার।
এ ব্যাপারে গণমাধ্যমকে জনসন বলেন, 'নিয়মটার মধ্যে বড়সড় ভণ্ডামি আছে। তাদের (এবিসি রেডিও) নৈতিকতার যে মাপকাঠি, এটার সঙ্গে আমাদেরও মানিয়ে চলতে হবে? নিয়ম যেহেতু এটাই, আমি তাদের কাজ করব বলে মনে হয় না। '
এদিকে জানা গেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের (সিএ) সঙ্গে বেটিং-৩৫৬ নামের একটি বেটিং কোম্পানির চুক্তি রয়েছে। শুধুমাত্র ক্রিকেট বোর্ডই নয় দেশটির ঘরোয়া ফুটবল লিগ (এএফএল) এবং কয়েকটি রুলস ফুটবল ক্লাবের সঙ্গেও তাদের চুক্তি আছে। এর সুবাদে বেটিং থেকে বড় ধরনের রাজস্ব পায় অস্ট্রেলিয়া সরকার। সেই সরকারের অর্থায়নেই চলা এবিসি রেডিও এ বিষয়ে কেমনে এত কঠোর হয়?
এর আগে বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করায় সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ বাংলাদেশের আইনে এটা অবৈধ। পরে বেটউইনার নিউজ নামের ওই বেটিং কোম্পানির (বেটউইনার) সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি।
এসআইএইচ
