সাকিব ডায়নামিক: শ্রীধরন
এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর দিয়ে শুরু হয়েছে সাকিব-মুশফিকদের নতুন টেকনিক্যাল কনস্যালট্যান্ট শ্রীধরন শ্রীরামের মিশন। এই ফরম্যাটে ভঙ্গুর বাংলাদেশ দলকে কোমর সোজা করে দাঁড়ানোর লক্ষ্য তার। তিনি নতুন। দলের অধিনায়কও নতুন। সাকিব আবার নতুন করে ফিরে পেয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব। সেই নতুন অধিনায়ককে ‘ডায়নামিক বলে’ উল্লেখ করেছেন নতুন কোচ।
বৃহস্পতিবার তিনি দুবাইয়ে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এসে বলেন, ‘সাকিবকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত ছিল চমৎকার। সাকিবকে আগে আমি পেয়েছি প্রতিপক্ষ হিসেবে। এবার প্রথম তাকে আমি দলে পেয়েছি। সাকিবের টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে চিন্ত-ভাবনা খুবই ক্ষুরধার, সমপোযোগী ও ডায়নামিক।
দুবাই যাওয়ার পর বাংলাদেশ দল বৃহস্পতিবার অনুশীলন শুরু করে স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়)। এত রাতে অনুশীলন করার কারণ প্রচণ্ড গরম। দিনের বেলা তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে থাকে। তাই রাতে অনুশীলনের ব্যবস্থা। বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু, একই সময় আফগানিস্তান দলও অনুশীলন করেছে। এই আফগানিস্তানের বিপক্ষে ৩০৯ আগস্ট বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ।
আফগানি শ্রীধরন বাংলাদেশে এসেছেন ২২ আগস্ট। দুবাই যান পরের দিন। দেশে থাকা অবস্থায় সাকিবের সঙ্গে শুধু আনুষ্ঠানিক পরিচয়ই হয়েছে। দল বা পরিকল্পনা নিয়ে খুব একটা কথা বলার সুযোগ হয়নি। যা হয়েছে দুবাই যাওয়ার পর। এরই মাঝে সাকিবের গুণে মুগ্ধ হয়েছেন শ্রীধরন। তার কণ্ঠ দিয়ে প্রশংসা বের হয়েছে সাকিবকে নিয়ে। তিনি বলেন, ‘ওর (সাকিব) চিন্তা-ভাবনার সঙ্গে আমার চিন্তা-ভাবনার মিলে গেছে। দলের খেলোয়াড়রা বেশিরভাগই তরুণ। ওরা যেমন সাকিবকে সম্মান করে, তেমনি আবার তার কাছ থেকে অনেক কিছু জানতেও পারে। সাকিবও সবাইকে সম্মান করে। বন্ধু হিসেবে ভাবে। এটা সাকিবের একটা বড় গুণ।’
এমপি/এসএন